লগইন রেজিস্ট্রেশন

২ ও ৩ মে ২০১১ মুক্তাঙ্গনের গণ অবস্থানে যোগদিয়ে ঈমানি দায়িত্ব পালন করুন

লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ শনিবার, এপ্রিল ৩০, ২০১১ (৪:২০ অপরাহ্ণ)

দিকে দিকে পূণা: জ্বলিয়া উঠেছে দ্বীন ইসলামের লাল মশাল
ওরে বেখবর তুইও উঠ জেগে তুইও তোর প্রাণ প্রদীপ জ্বেলে ।
৯০% মুসলমানের দেশ বাংলাদেশ। যে দেশের মানুষের ঘুম ভাঙ্গে আজানের ধ্বনিতে। যে দেশের সূর্য্য উঠে আজানের ধ্বনিতে , যে দেশের সূর্য্য ডুবে আজানের ধ্বনি শুনে ।
কবির ভাষা- এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য্য উঠে , এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য্য ডুবে । এ দেশ পীর আউলিয়ার দেশ, এ দেশ শহিদ-গাজীর দেশ শাহ জলাল,
শাহ পরান, খান জাহান ,পীরজি হুজুর, হাফেজ্জী হুজুর, ফজলুল করিম (রহ:) সহ হাজার হাজার আল্লাহর ওলিগণ ঘুমিয়ে আছেন এই মাটির নীচে। অথচ এ পূণ্যভূমিতে একের
পর এক ক্ষমতার পালা বদলে যারই ক্ষমতার মসনদে বসে, তারাই বিদেশি প্রভুদের খুশি করার জণ্য একের পর এক কুরআন সুন্নাহ বিরোধি আইন করে আল্লাহর জমিন থেকে আল্লাহর
দ্বীন কে মিটিয়ে দেওয়ার জন্য উঠে পরে লাগে।এই জণ্য চরমোনাই মরহুম পীর সাহেব রহ: বলেছিলেন- শুধু নেতা নয়, নীতির ও পরিবর্তন চাই ।
ইসলাম বিরোধী কোন আইন করবে না বলে ক্ষমতায় এসে এখন ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে পীর সাহেব চরমোনাই একের
পর এক ধারাবাহিক ভাবে প্রতিটি জেলায় জেলা প্রশাসাকদের কাছে, সংসদে স্পিকার বরাবর, প্রধান বিচারপতি, প্রধান মন্ত্রী এবং সর্বশেস রাস্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে
প্রতিবাদ জানিয়ে আসছেন। অথচ সরকার এব্যাপারে কোন ভ্রক্ষেপ করে নাই।
কবি নজরুল বলেন-
উহারা চাহুক দাসের জীবন
আমরা শহিদি দর্জা চাই,
নিত্য মৃত্ব্য ভীত ওরা
মোরা মৃত্ব্য কোথায় খুজে বেড়াই ।

শহিদ তিতুমির রহ: বলেন-
মানুষ জস্মে একবার , আর মরেও একবার।
মরতেই যখন হবে তবে কি অন্যায়ের সামনে মাথা নীচু করব?
কিছুতেই নয় ।

প্রিয় বন্ধুগন ! সরকার আমাদের শান্তির্পূণ্য আন্দোলনে সারাদেয় না। তাই প্রয়োজন কঠোর কর্মসূচির। রাস্ট্র ভাষার জণ্য যদি জীবন দেওয়া যায়, স্বাধীনতার লাভের জন্য যদি লক্ষ লক্ষ
জীবন দেওয়া যায় ।আল্লাহর দ্বীন রক্ষার জন্য শুধু লক্ষ লক্ষ নয় ,প্রয়োজনে কোটি কোটি জীবন আমরা দিবো ইংশাআল্লাহ।
তাই আসুন দলমত নির্বিশেসে সকল মুসলমান আল্লাহর দ্বীন রক্ষার আন্দোলনে আগামী ১ ও ২ মে, সোম ও মঙ্গল বার মুক্তাঙ্গনের গণ অবস্থানে যোগদিয়ে ঈমানি দায়িত্ব পালন করি।
আল্লাহ পাক আমাদের কে তৌফিক দিন । (আমিন)

সর্বশেষ শিল্পির সুরে বলবো-
শহিদি মিছিলে যারা বেধোছো কাতার
তোমাদের নেই ওগো নেই কিছু হারাবার,
তোমাদের লাগি ধণ্য এই পৃথিবী।
তোমাদের আমরা ভূলিনি ভূলিনি ।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৭২ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

২ টি মন্তব্য

  1. শুকরিয়া । (F)
    কবি নজরুল বলেন-
    উহারা চাহুক দাসের জীবন
    আমরা শহিদি দর্জা চাই,
    নিত্য মৃত্ব্য ভীত ওরা
    মোরা মৃত্ব্য কোথায় খুজে বেড়াই । (F) (F) (F) (F) (F) (F)

  2. আজকের পত্রিকাতে দেখলাম মুক্তাঙ্গনে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ। তাহলে কি ভাবে উনারা গণ অবস্থান করবেন?