কোরআন বিরোধী নীতি বাতিল না হলে হরতাল।-পীর সাহেব চরমোনাই
লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ সোমবার, মে ২, ২০১১ (৩:৩৯ অপরাহ্ণ)
ঢাকা, ২ মে (শীর্ষ নিউজ ডটকম): আগামী ৩০ মে’র মধ্যে নারীনীতি, শিক্ষানীতি ও ফতোয়া নিষিদ্ধ করে আদালতের দেয়া রায় প্রত্যাহার না করা হলে হরতালসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি রেজাউল করিম। আজ সোমবার দলের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকারের কর্মকান্ডে আন্দোলন ছাড়া বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা সরকারের সাথে যুদ্ধ করতে নামিনি। কিন্তু সরকার আমাদের হার্ড লাইনে যেতে বাধ্য করছে। সরকার দাবি না মানলে আগামী ৩০ মে’র পর ইসলামী আন্দোলন কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও তিনি জানান। এসময় তিনি আগামী ৪ মে সারা দেশের সকল থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ও ৫ মে মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশের ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা ইউনূস আহমাদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন ও মহানগর আমির এটিএম হেমায়েত প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৪৩০ ঘ
পীর সাহেব চরমোনাই বলেন, “নারী নীতি বাতিলের দাবিতে মুক্তাঙ্গনে সোমবার থেকে দুই দিনব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালন না করতে দিয়ে সরকার আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে।”
দলের নেতাকর্মীদের লাঠিপেটা, হামলা ও গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, “রোববার আমাদের নেতাকর্মীরা মুক্তাঙ্গনে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলো। বিনা কারণে তাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ।”
ইসলামী আন্দোলন আগামী ৪ মে সব উপজেলায়, ৫ মে ঢাকায় মুক্তাঙ্গনে এবং ১১ মে সব জেলায় বিক্ষোভ সমাবেশ করার নতুন কর্মসূচি দিয়েছে।
.
আজ মহা সমাবেশ হবে তো?