আ’লীগ আর ক্ষমতায় আসতে পারবে না : ইসলামী আন্দোলন
লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ শনিবার, মে ৭, ২০১১ (২:৪৫ অপরাহ্ণ)
স্টাফ রিপোর্টার
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ কর্মীরা যদি জানত আওয়ামী লীগ মানেই কোরআন-সুন্নাহবিরোধী দল, তাহলে তারা কোনোদিন আওয়ামী লীগ করত না। তিনি বলেন, সরকার যেভাবে ইসলামী আন্দোলনের কর্মীদের ওপর পুলিশ ও দলীয় লাঠিয়াল বাহিনী লেলিয়ে দিয়েছে, তাতে আওয়ামী লীগ আগামীতে আর ক্ষমতায় আসতে পারবে না। সাজেদা চৌধুরীরা বলছেন, নারীনীতিবিরোধীদের দেশ থেকে বের করে দেবেন। রাষ্ট্রপতি বলছেন, রাষ্ট্রধর্ম ইসলাম জনগণ মেনে নেবে না। এ অবস্থায় দেশবাসীর বুঝতে আর বাকি থাকে না যে, তারা ইসলামবিরোধী শক্তির ক্রীড়নক। তিনি সাজেদা চৌধুরীর বক্তব্যের জবাবে বলেন, কোরআন-সুন্নাহর বিরুদ্ধে গিয়ে টিকতে পারবেন না। দেশবাসী আপনাদের ইসলামবিদ্বেষী ও কুফরি শক্তি হিসেবে জানে।
তিনি বলেন, দেশের নব্বইভাগ মানুষ মুসলমান। মুসলমানের দেশে ইসলাম বা রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না বলে রাষ্ট্রপতি বক্তব্য দিলে আমরা শঙ্কিত না হয়ে পারি না। সরকারের নির্বাচনী ইশতেহারের প্রধান আকর্ষণই ছিল তারা কোরআন-সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেবে না। এখন আমরা দেখতে পারছি সরকার এদেশ থেকে ইসলাম ও মুসলমানদের শেষ করতে কাজ করছে। সরকার পল্টন ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির কথা বললেও মূলত তারা অঘোষিতভাবে সারাদেশে ১৪৪ ধারা জারি করেছে। তিনি বলেন, নাস্তিক-মুরতাদদের সুপারিশে রাষ্ট্রধর্ম ইসলাম, আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ জুড়ে দিলে আগামীতে সরকারকে চরম খেসারত দিতে হবে। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে নমরুদ, ফেরাউন, আবু জেহেল ও আবু লাহাবদের শেষরক্ষা হয়নি। তেমনি আওয়ামী লীগ সরকারেরও শেষরক্ষা হবে না।
গতকাল বিকালে পুরানা পল্টনের অফিস চত্বরে মহান মে দিবস উপলক্ষে এবং ১ মে শান্তিপূর্ণ সমাবেশে হামলা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র শ্রমিক আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর আহ্বায়ক আলহাজ শফিকুল আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, নগর সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক মো. আবু সাইদ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা আতাউর রহমান আরেফী, আলহাজ আলতাফ হোসেন, অধ্যাপক ফজলুল হক মৃধা প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলহাজ শফিকুল আমিন খান বলেন, ১ মে শ্রমিক দিবসের সমাবেশে সরকার হামলা ও নির্যাতন করে শ্রমিকদের আজীবন শত্রু হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি বলেন, শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন করে কোনো সরকারই টেকেনি, সুতরাং আওয়ামী লীগও টিকবে না।
এদিকে সকালে ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব শাখার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুফতি ফয়জুল করিম। শাখা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে ইসলামী আন্দোলন ও ইশা আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন ।
আমারদেশ ০৭.০৫.২০১১