সংবাদ সম্মেলনে বক্তারা : দেওয়ানবাগী পীর একজন ভণ্ড প্রতারক
লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ বৃহস্পতিবার, মে ২৬, ২০১১ (১২:৩৯ অপরাহ্ণ)
স্টাফ রিপোর্টার
স্বঘোষিত সুফি সম্রাট দেওয়ানবাগী একজন ভণ্ড প্রতারক ও সশস্ত্র ক্যাডার পালনকারী। দেওয়ানবাগীর বক্তব্য, বই-পত্রিকা ও প্রকাশনাগুলো কুরআন-সুন্নাহর বিকৃতি ও বিভ্রান্তিমূলক। গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় ইমান-আকিদা সংরক্ষণ কমিটির এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে আগামী ১ জুনের মধ্যে দেওয়ানবাগীর ইসলামবিরোধী কার্যক্রম বন্ধ, ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে অভিযুক্ত দেওয়ানবাগী ও তার সুফি ফাউন্ডেশন প্রকাশিত ইসলাম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টিকারী সব প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানানো হয়। অন্যথায় আগামী ৩ জুন শুক্রবার আরামবাগ টিঅ্যান্ডটি অফিসের সামনের সড়কে আয়োজিত মহাসমাবেশ থেকে ইমান-আকিদা সংরক্ষণ কমিটি কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমান-আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা আহমদ উল্লাহ আশরাফ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ শামসুল হক, ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফর উল্লাহ খান, ইসলামী ঐক্য জোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, অনৈসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটির মহাসচিব মুফতি মো. শহিদুল্লাহ, শহিদুল ইসলাম কবির, দেওয়ানবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৭ মে ইমান-আকিদা রক্ষার অরাজনৈতিক আন্দোলনে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা করেছে। যার কারণে ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া যায়নি। তাত্ক্ষণিকভাবে সরকারকে আলটিমেটাম দিয়ে ২৪ মে’র মধ্যে ভণ্ড দেওয়ানবাগীর বিরুদ্ধে দেয়া দাবিগুলো মেনে না নিলে কঠোর কর্মসূচির কথা ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় গত ২২ মে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাত্ করে তাদের দাবি সম্পর্কে অবহিত করা হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নেতৃবৃন্দ আশাবাদী ছিলেন সরকার ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে অভিযুক্ত ভণ্ড দেওয়ানবাগীকে গ্রেফতার করবে, বাংলার দজ্জাল সন্ত্রাসীদের গডফাদার ভণ্ড দেওয়ানবাগীর ইমান-আকিদাবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করবে। কিন্তু সরকার উল্টো আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে ভণ্ড দেওয়ানবাগীর পক্ষ নিয়েছে।
আমার দেশ
ভন্ডদের এ দেশ থেকে তাড়াতে হবে। ধন্যবাদ আপনাকে।
Kaferder biruddy “Zihad” korar porby ader shathy “Zihad” kora Important.
ভন্ডদের ভন্ডামী আর কতকাল চলবে আমাদের দেশে।