আল-কুরআন এবং যুগের একটি প্রবণতা
লিখেছেন: ' মুসাব' @ শুক্রবার, জুলাই ৩০, ২০১০ (১০:৩৫ পূর্বাহ্ণ)
আধুনিক যুগের একটি প্রবণতা হল কোরআনের বাণী ও বক্তব্যকে এবং আয়াত সমুহকে বিজ্ঞান ও প্রযুক্তির মানদন্ডে যাচাই করা।এবং কোরআনকে বিজ্ঞানমূখী প্রমাণ করার হাস্যকর চেষ্টা।সম্পতি নতুন একটি উপসর্গ দেখা দিয়েছে কোরআনের বিভিন্ন বাণী বিষয়কে কম্পিউটার পরিসংখ্যাণের ভিত্তিতে সত্য প্রমাণিত করা। অথচ করআনের সত্যতার জন্য কোরআন নিজেই যথেষ্ট এমনকি কম্পিউটার-পরিসংখ্যান কোরআনের প্রতিকূল হলেও।
৫০ বার পঠিত