শাইখ আলবানী [রাহঃ] কে নিয়ে বিশ্ববরেণ্য উলামার উক্তির প্রমাণ
লিখেছেন: ' Mahir' @ শনিবার, মে ৬, ২০১৭ (১:৩৫ পূর্বাহ্ণ)
প্রথম পর্বে আমি ইমাম আলবানীকে নিয়ে বিভিন্ন আলিমের প্রশংসা উল্লেখ করেছিলাম। দুর্ভাগ্যবশত, আমি ১-২ টা বাদে, তেমন কোন রেফারেন্স উল্লেখ করি নি। তাই আজকে কিছু রেফারেন্স উল্লেখের চেষ্টা করলাম। তবে আমি সংক্ষেপে বলব। কারন আবার যদি বিস্তারিত লিখতে যাই, তবে অনেক সময় যাবে।
Shaikh Shu’ayb al-Aranaout – who is also respected by the
Hanafis – said:
Three people have reached the level of Ijtihaad in this field (of
hadith), 1) Myself, 2) Abdul Qadir Al-Aranaout, and the third is
Shaikh Naasir ud-deen Albaani.
This saying of Shaikh Shu’ayb is available on youtube also.
See this video starting from 11:00
http://www.youtube.com/watch?v=59tI8yhDeyw
শাইখ শুআইব আল আরনাঊত- যে কিনা আহলে হাদিছের চেয়ে হানাফীদের কাছে অধিক প্রিয় ,তিনি বলেন,
“তিন ব্যক্তি হাদিসের জগতে ইজতিহাদের ক্ষমতা রাখেন, ১] আমি নিজে, ২] আব্দুল ক্বাদির আরনাউত্ব,
৩] শাইখ নাসিরুদ্দিন আলবানী।
এই বক্তব্য সরাসরি ইউটিউব থেকে শুনুন [১১ মিনিটের পর থেকে]
http://www.youtube.com/watch?v=59tI8yhDeyw
অনেকে মাসিক আল কাউসারে প্রকাশিত “আরব বিশ্বের প্রসিদ্ধ আলেম শায়েখ আলবানী রাহ. : শায়েখ শুআইব আরনাঊতের দৃষ্টিতে” প্রবন্ধটি পড়ে বিভ্রান্ত হতে পারেন। মনে রাখবেন, প্রত্যেক আলিমই কিছু না কিছু ভুল করে। আর অন্য আরেক আলিম সেই ভুল শুধরে দেন। তার মানে এই নয় প্রথম আলিম অনির্ভরযোগ্য। ইমাম আরনাউত কিছু ভুল শুধরে দিয়েছেন মাত্র। কিন্তু তিনি একথাও স্বীকার করেছেন যে, ইমাম আলবানীর তাহকীক নির্ভরযোগ্য।
শাইখ আল-আব্বাদ যেসব প্রশংসা করেছেন, তাঁর রেফারেন্সসমূহ- আল-ইমাম আল-আলবানী, শাইখুল-ইসলাম ওয়া ইমামু আহলুস-সুন্নাহ ওয়াল-জামা’আহ ফী ‘উয়ুন আ’লাম আল-উম্মাহ ওয়া ফুহুল আল-উদাবা, পৃ.২২৩। আল-আসালাহ ম্যাগাজিন, পৃ. ১৩-১৪।
তাঁর নং. ২৩, মৌখিক বাণী শুনুন- https://shaikhalbaani.wordpress.com/category/the-shaikhs-biography/the-scholars-praise-of-al-albaani/
শাইখ আতাউল্লাহ হানীফ যেসব প্রশংসা করেছেন, তাঁর রেফারেন্সসমূহ- আল-ইমাম আল-আলবানী, শাইখুল-ইসলাম ওয়া ইমামু আহলুস-সুন্নাহ ওয়াল-জামা’আহ ফী ‘উয়ুন আ’লাম আল-উম্মাহ ওয়া ফুহুল আল-উদাবা, পৃ. ৮৯-৯০।
শাইখ মুক্ববিল এর বক্তব্য- ইজাবাতুস-সা’ইল ‘আলা আহাম্মিল-মাসা’ইল, পৃ. ৫৪৯-৫৫১, ৫৫৯, ৫৬৭। গারাতুল-আশরিতাহ, ২য় খন্ড, পৃ. ৭৯।
শাইখ উসাইমিন [রাহঃ] যেসব প্রশংসা করেছেন, তাঁর রেফারেন্স- আল-ইমাম আল-আলবানী, শাইখুল-ইসলাম ওয়া ইমামু আহলুস-সুন্নাহ ওয়াল-জামা’আহ ফী ‘উয়ুন আ’লাম আল-উম্মাহ ওয়া ফুহুল আল-উদাবা, পৃ.২৭৬।
শাইখ বিন বায [রাহঃ] যেসব প্রশংসা করেছেন, তাঁর রেফারেন্সসমূহ- তাঁর ফাতওয়া [২৫/৭১]; শাইখ আব্দুল ফাত্তাহ আল-ইমামকে ২/৫/১৩৭৭ হিজরীতে লেখা চিঠি;
শাইখ বিন বায [রাহঃ] যেসব প্রশংসা করেছেন, তাঁর অডিও ফাইলের লিঙ্ক- https://shaikhalbaani.wordpress.com/category/the-shaikhs-biography/the-scholars-praise-of-al-albaani/
শাইখ আব্দুল কারীম আল খুদাইর যেসব প্রশংসা করেছেন, তাঁর রেফারেন্স- আল-ইমাম আল-আলবানী, শাইখুল-ইসলাম ওয়া ইমামু আহলুস-সুন্নাহ ওয়াল-জামা’আহ ফী ‘উয়ুন আ’লাম আল-উম্মাহ ওয়া ফুহুল আল-উদাবা, পৃ.২৩৩।
শাইখ আব্দুল কাদীর আস-সিন্ধী যেসব প্রশংসা করেছেন, তাঁর রেফারেন্স- আল-ইমাম আল-আলবানী, শাইখুল-ইসলাম ওয়া ইমামু আহলুস-সুন্নাহ ওয়াল-জামা’আহ ফী ‘উয়ুন আ’লাম আল-উম্মাহ ওয়া ফুহুল আল-উদাবা, পৃ. ১১৮-১২০।
শাইখ বদিউদ্দীন আস সিন্ধী আর-রশীদি যেসব প্রশংসা করেছেন, তাঁর রেফারেন্স- আল-ইমাম আল-আলবানী, শাইখুল-ইসলাম ওয়া ইমামু আহলুস-সুন্নাহ ওয়াল-জামা’আহ ফী ‘উয়ুন আ’লাম আল-উম্মাহ ওয়া ফুহুল আল-উদাবা, পৃ.১০৫-১০৬।
Standing Committee for Scholarly Research and Issuing Religious Verdicts এর মন্তব্যের রেফারেন্স- তাদের ফাতওয়ার ১২শ খন্ডের ২২৪ পৃ।
শাইখ বাকর আবু যাইদ যেসব প্রশংসা করেছেন, তাঁর রেফারেন্স- আত-তাহযীর মিন মুখতাসারাত ফিত-তাফসির পৃ. ৪১।
হাম্বলী মাজহাবের বিখ্যাত শাইখ আব্দুল্লাহ ইবন আব্দুল আযিয ইবন আকীল যেসব প্রশংসা করেছেন, তাঁর রেফারেন্স- ফাতহুল জলীল পৃ. ১৫৬-১৫৭।
শাইখ মাশহুর শাইখ ফযল ইলাহী যহীরকে রিয়াদে ১৩/১১/১৪২৭ হিজরীতে শাইখ আলবানীর প্রসংসা করতে শুনেছেন।
শাইখ মুহাম্মাদ তায়্যিব আওকীজ আল-ইয়াওসেনরি শাইখ আলবানীর প্রসংসা করে চিঠি লিখতেন। এমন একটি চিঠি হল- ১৯শে অক্টোবর ১৯৬৯ সালে লেখা।
শাইখ রাবিয়া আল-মাযখালি এর মন্তব্য পড়ুন- https://followingthesunnah.wordpress.com/2007/11/11/the-praise-of-shaykh-rabia%E2%80%99-al-madhkhalee-for-the-muhadith-the-%E2%80%98allaama-shaykh-of-hadeeth-muhammad-nasr-ud-deen-al-albaani/
শাইখ আলবানীকে নিয়ে পত্রিকায় অনেক আলিমের উদ্ধৃতি দেওয়া হয়েছে, দেখুন- Saudi Gazette newspaper, ১৯শে রবিউল আউয়াল ১৪৩০ হিজরী।
http://saudigazette.com.sa/saudi-arabia/grand-mosque-center-spirituality-knowledge/
শাইখ আলবানীকে নিয়ে islamqa [বর্তমানে এর জেনারেল সুপারভাইজর- শাইখ সালিহ আল মুনাজ্জিদ] এর মন্তব্য- https://islamqa.info/en/113687
শাইখ মুহিবুদ্দি আল-খত্বীব শাইখ আলবানীর যে প্রশংসা করেছেন তার রেফারেন্স- আল-আসালাহ, Issue #23, Pg. 76–77