সমকামীর ভালবাসা নিয়ে রম্য গল্প
লিখেছেন: ' Mahir' @ শুক্রবার, অগাষ্ট ৪, ২০১৭ (৬:৩৬ অপরাহ্ণ)
সমকামিতা নিয়ে আমার দেখা একটি অসাধারণ বই ডাউনলোড করুন ‘সমকামিতা,বিজ্ঞান ও ইসলাম‘
সমকামীতা নিয়ে জাকির নায়েকের প্রকৃত বক্তব্য। [ভিডিও]
ফেসবুকে সমকামিতার বিরুদ্ধে পেজ রয়েছে। তাতে লাইক দিয়ে নিয়মিত আপডেট গ্রহণ করুন। পেজটি হল- সমকামিতা একটি মানসিক বিকৃতি,জঘন্য পাপাচার
একটি তথ্যবহুল পোস্ট।
[গল্পটি কাল্পনিক]
প্রচন্ড বাথরুমের চাপ উপেক্ষা করে অপেক্ষা করছি। ৫ মিনিট পরে টক-শো শুরু হবে। যাতে মুন্নি সাহা,জাকির নায়েক আর রেইনবো জুলহাস থাকবে( ২০১৮ এর জানুয়ারি মাসে জানা যায়,জংগিরা ভুল করে জুলহাসের প্লাস্টিক সার্জারি করা ডুপ্লিকেট মেরে ফেলছে)
বহু বাধা থাকা সত্ত্বেও জাকির নায়েক দেশে আসবেন জেনে কি করে এই টক-শো মিস করি?? তার উপর জাকির নায়েক এই প্রথম কোন নাস্তিকের মুখোমুখি হচ্ছে। এর আগে সে শুধু অন্য ধর্মের পন্ডিতদের সাথেই বিতর্ক করেছে।
বাথরুমের চাপ বেড়েই চলেছে।যাক,টকশো শুরু হল।
মুন্নিঃ- সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন জাকির নায়েক আর জুলহাস মান্নান। দুই জন দুই মেরুর বাসিন্দা। আপনারা সবাই তাদের চেনেন। তাই অযথা কথা বাড়াবো না। প্রথমে আমরা জুলহাস ভাইয়ের কাছে যাব। জুলহাস ভাই, [???] আপনাকে কি বলা যায়? সমকামী নাকি সমপ্রেমী?
জুলহাসঃ- আমি সমপ্রেমী হিসাবে পরিচয় দিতে পছন্দ করি।
মুন্নি সাহাঃ- যদিও আমরা এমন শব্দ ব্যবহারে অভ্যস্ত নই, তাই আজকের মত এই শব্দটিকে পাশে সরিয়ে রাখছি। নতুবা কথায় তালগোল পাকিয়ে ফেলব। হা হা হা। তো এই আন্দোলনে কতদিন ধরে আছেন?
জুলহাসঃ- অনেক দিন থেকে। তবে সবার সামনে এসেছি ২০১৪ সালে। ‘রূপবান’ পত্রিকা বের করে।
মুন্নিঃ- সেই পত্রিকার উদ্দেশ্য কি ছিল?
জুলহাসঃ- আমরা চাচ্ছিলাম সমপ্রেমী আর হিজড়াদের সঠিক অধিকার দেয়া হোক।
মুন্নিঃ- আমার একটা প্রশ্ন, সমকামীতাকে কি করে অধিকার বলা যায়?
জুলহাসঃ অবশ্যই এটা অধিকার। অধিকারের অনেক প্রকারভেদ আছে। আপনি এই আন্দোলনকে পারিভাষিক শব্দের অজুহাতে বাঁধা দিতে পারেন না।
মুন্নিঃ এখন পর্যন্ত আপনি আপনার লক্ষ্যে পৌছানোর জন্য বিচিত্র কোন পদক্ষেপ নিয়েছেন?
রেইনবোঃ আমরা পহেলা বৈশাখের পর কনডম… ‘রংধনু যাত্রা’ করেছি।
মুন্নিঃ আমরা শুনেছি আপনি সেদিন রাতে জেলে গিয়েছিলেন।
রেইনবোঃ আসলে সংগ্রামী লোকেরাই জেলে যায়।
মুন্নিঃ তাহলে কি আপনি দেশদ্রোহী?
রেইনবোঃ কেন? আমি তো দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল।
মুন্নিঃ- কিন্তু এই আন্দোলন কি প্রাকৃতিক ও অনুমোদিত অধিকারের বিরুদ্ধে যায় না? বাংলাদেশের সংবিধানের ৩৭৭ দন্ডবিধি অনুসারে সমকামীতা দন্ডনীয় অপরাধ।
জুলহাসঃ এই আন্দোলন কি প্রাকৃতিক ও অনুমোদিত অধিকারের বিরুদ্ধে যায় না। কারন সারা প্রাণী জগতে সমকামের অস্তিত্ব আছে।
মুন্নিঃ জাকির ভাই কিছু বলবেন?
জাকির নায়েকঃ বিসমিল্লাহির রাহমানির রাহীম। আমার কথা হল, সমকামিতাকে অরুচিকর ও বিকৃত যৌনাচারণ হিসাবে হিসেবে চিহ্নিত করা যায়। অধিকার হিসাবে নয়। আর এটি মানুষকে পশুর স্থলে নামিয়ে দেয়।
জুলহাসঃ আপনার কাছে অরুচিকর হলেও, আমার কাছে অরুচিকর নয়।
জাকিরঃ এভাবে চিন্তা করলে কোন কিছুকেই খারাপ বলা যাবে না।
মুন্নিঃ- যাই হোক, আমরা অনুষ্ঠানের শুরুতেই বিতর্কের দিকে যাব না। আগে কিছু ব্যক্তি জীবনের দিকে কিছু জেনে আসা যাক। একটা কথা, আমাদের দেশের আইন অনুসারে আপনার এখন ১০ বছরের জেল হবার কথা। কিন্তু আপনি বাইরে কি করে?
রেইনবোঃ [এক মিনিট নীরবতা] আমার পেশার [ক্ষমতার] কথা কেউ শুনলেই শ্রদ্ধায় [ভয়ে] পিছু হটে যায়।
[তিনি আমেরিকার দূতাবাসে কাজ করতেন। কিছু তথাকথিত মানবাধিকার সাইনবোর্ডধারী সংস্থার গুরুত্বপূর্ণ এজেন্ট ছিলেন]
মুন্নিঃ জুলহাস ভাই, [!!!] আপনার পরিবারে কে কে আছে?
জুলহাসঃ মা, আমার দুই ভাই -এক বোন এইতো।
মুন্নিঃ- কাকে বেশি পছন্দ করেন?
রেইনবো :- of course, I love my mom.
-
আঁকাই আমার শখ;
আঁকতে বসে আঁকি যদি
একটি পাহাড়, একটি নদী
শাদা ডানায় উড়ে যাওয়া
ধবধবে এক বক-
শেষ হয়ে যায় আঁকা যখন
অবাক লাগে ভারী-
তাকিয়ে দেখি আমার মায়ের
সবুজ রঙের শাড়ি।
মুন্নিঃ বলতেই হবে,
-
মা কথাটি ছোট্ট অতি
কিন্তু জেনো ভাই
ইহার চেয়ে নাম যে মধুর
ত্রিভূবনে নাই।
কিন্তু বাবাকে বাদ দিলে কি হবে?
রেইনবোঃ বাদ কেন যাবে? বাবা তো তালিকায় ২য় স্থানেই আছে। সে এখন আর আমাদের মাঝে নেই। আপনারা সবাই তার জন্য দুয়া… [হঠাত সে থেমে গেল] সে আমার অন্তরে আজীবন বেঁচে থাকবে।
মুন্নিঃ একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। ফিরছি ৫ মিনিটের মাঝেই।
[বিরতির পর]
মুন্নি- স্বাগতম দর্শক, আমরা এখন জাকির ভাইয়ের কথা শুনব। আর আমরা আজ কথা বলব সমকামিতা নিয়ে। জাকির ভাই,সমকামিতা নিয়ে অন্যান্য ধর্ম কি বলে?
জাকির নায়েকঃ হিন্দু ধর্ম আসলে সমকামীতার পক্ষেও নয়, আবার বিপক্ষেও নয়। কিন্তু বাইবেল এখানে একটু আলাদা। Corinthians 6:18 এ বলা আছে, whoever practices sexual immorality is sinning against his own body। প্রায় একই কথা আছে,Genesis 1:27, 28; Leviticus 18:22; Proverbs 5:18, 19,Matthew 19:4-6; 1 Corinthians 7:1–40; Ephesians 5:22–33। এছাড়া Leviticus 20:13 এ বলা আছে,If a man has sexual relations with a man as one does with a woman, both of them have done what is detestable. They are to be put to death; their blood will be on their own heads.” একই কথা বলা আছে Genesis 19:4-25; Judges 19:22-20:48; 2 Peter 2:6-10; Jude 7।
মুন্নিঃ ইসলাম কি বলে?
জাকির:- এটা জঘন্য পাপ।
মুন্নি:- ইসলামে সমকামীর শাস্তি কি?
জাকির:- উচু দেয়াল থেকে ফেলে দিতে হবে। সেই সাথে পাথর মারতে হবে। [দেখুন]
মুন্নিঃ তাই বলে মেরে ফেলতে হবে?
জাকিরঃ আসলে এধরনের প্রশ্নের কোন উত্তর হয় না। কারন অপরাধের সাজা সাধারণত যুক্তি দ্বারা নির্ণয় করা যায় না। যেমন ধরুন, সমকামীকে ১০ বছর জেল দিতে হবে। এখানে ১০ বছর জেল কেন হবে? ৯ বছর কেন হল না? ১২ বছর হলে দোষের কি ছিল? সহজ উত্তর হল, সমকাম মানবতার জন্য চরম অপমানজনক ও অবমাননাকর। আর এই অপমানের সাজা মৃত্যুদন্ড। হ্যা, হতে পারে যে, এইরূপ শাস্তির বিধানের পিছনে আল্লাহর কোন হিকমাহ লুকিয়ে আছে, কিন্তু আমরা জানি না। আর জানলেও কি মানুষ সমকাম থেকে পিছু হটত? মানুষ তো ক্ষতিকর জেনেও সিগারেট খায়। সক্রেটিস কৌতুক করে বলেছেন, the world is not logical. If it was logical, how would Old Nehamkin be younger than Young Nehamkin?
রেইনবো জুলহাস:- what the f***,dude? love is blind.যে কারো সাথে love হতে পারে। এখন কেউ যদি নিজ লিঙ্গের কাউকে ভালবাসে ,তাহলে দোষ কিসের? আমরা তো কারো ক্ষতি করছি না।
জাকিরঃ- দেখুন, একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজেরই ক্ষতি করে। তাই বলে তাকে তার মত ছেড়ে দেয়া যায় না। আর স্বামী-স্ত্রীর ভালবাসা মানবজাতির জন্য অত্যাবশ্যক। পক্ষান্তরে, সমকামিতা প্রকৃতপক্ষে বিকৃত রুচির ফলে উদ্ভূত। যা কিনা সংরক্ষণ বা ভক্তি প্রদর্শনের যৌক্তিকতা রাখে না। এটা মূলত কিছু নির্বোধ পশুর কর্মকাণ্ড, যা কিনা মানুষকে মর্যাদামন্ডিত করে না।
রেইনবোঃ- বিপরীতকামী পশুও তো জগতে রয়েছে।
জাকির:- আমি তো বলেছি-ই যে,স্বামী-স্ত্রীর ভালবাসা মানবজাতির জন্য অত্যাবশ্যক। আর আপনি তো আপনার পিতা-মাতার ভালবাসারই ফল,তাই না?
রেইনবো :- so what? ভালবাসার উদ্দেশ্য কি সন্তান জন্ম দেয়া? how nasty?
[কথা শুনে পুরোই তাজ্জব! সমকামিতা কি তাহলে nasty নয়? আর সমকামী পরিবারগুলো কতটুকু সামাজিক দায়িত্ব বা সামাজিক ভূমিকা পালন করে? পরিবার সমাজ গঠনকারী ক্ষুদ্রতম একক। সমকামী পরিবার সমাজ টিকিয়ে রাখতে কি করেছে?]
জাকির:- তাহলে আপনার বাবা-মা কি nasty কাজ করেছিল?
রেইনবো জুলহাস:- no.আমার বাবা-মা না থাকলে আমি আজ থাকতাম না।আমি তাদের কাছে কৃতজ্ঞ।and I also love them. এক হিসাবে তারাই আমাকে সৃষ্টি করেছে।
জাকির:- আপনি কি রাতে নিজের রুমে ঘুমান?
রেইনবো :- হ্যা।কেন?
জাকির:- না,মানে।love is blind and of course you love your mom.তাই ভাবলাম, নিজের রুমে ঘুমান নাকি কেউ আপনাকে ঘুম পাড়িয়ে দেয়। আমার মতে সমপ্রেমী ও সমকামী যথাক্রমে মা ও বাবাকে অগ্রাধিকার দেয়।
রেইনবোঃ- মানে? এটা কোন ধরনের কথা? আপনি কি বলতে চান…
জাকির নায়েকঃ- [জাকির নায়েক একটু মুচকি হেসে এমন ভাব নিলেন যে তিনি আসলে কিছুই বলেন নি]
-
যখন ঘুমায়ে থাকি
জাগে রে কাহার আঁখি
আমার শিয়রে, আহা কিসে হবে ঘুম।
তাই কত ছড়া গানে
ঘুম-পাড়ানীরে আনে,
বলে, ‘ঘুম! দিয়ে যা রে খুকু-চোখে চুম’।
মুন্নি:- [অবস্থা বেগতিক দেখে মুন্নি সাহা বললেন] জাকির ভাই,আমার মনে হয়,আমাদের একটু টপিকে ফেরা উচিৎ।
আমার মতে, টপিক ঠিকই ছিল। যে যা-ই বলুক, উপস্থাপিকা কথার প্রসঙ্গ ঘুরানোর চেষ্টা করল। ততক্ষণে আমিও সহ্যের সীমা পার করে ফেলেছি। আর বসে থাকা সম্ভব না। দৌড়া দে বাথরুমে। যদি অনুষ্ঠানটির পুনঃপ্রচার দেখতে পারি, তাহলে বাকিটা জানানোর চেষ্টা করব।
[ফেসবুক থেকে সংগৃহীত]
কিছু কথা
সাইমন লিভে তার রিসার্চ প্রকাশ করার সাথে সাথে নিউজ মিডিয়া (নিউইয়র্ক টাইমস) তার স্টাডি নিয়ে যেভাবে রিপোর্ট করেছে তিনি যখন পরিষ্কার করেছেন যে তার রিসার্চ হোমোসেক্সুয়েলিটিকে জেনেটিক প্রমাণ করেনি তখন কিন্তু মিডিয়ায় সেভাবে কভারেজ পায়নি। তিনি বলেন:
“It’s important to stress what I didn’t find. I did not prove that homosexuality is genetic, or find a genetic cause for being gay. I didn’t show that gay men are born that way, the most common mistake people make in interpreting my work.”