লগইন রেজিস্ট্রেশন

পৃথিবীতে আজও বানর কি করে আছে

লিখেছেন: ' Mahir' @ বৃহস্পতিবার, অগাষ্ট ১৬, ২০১৮ (১:৫৪ পূর্বাহ্ণ)

আমরা যদি বানর থেকেই বিবর্তিত হয় তবে পৃথিবীতে আজও বানর কি করে আছে?

মাঝে মাঝে ফেসবুকে এধরনের পোস্ট, কমেন্ট ইত্যাদি দেখা যায়। আসলে নাস্তিকদের অনেকেও এব্যাপারে স্পষ্ট জানে না। কাজেই এমন ভাবার কারন নেই যে, এই ভুল আস্তিকদের পৈত্রিক সম্পত্তি। বিবর্তনবাদী বিজ্ঞানীদের দাবি, মানুষ ও বানরের একটি সাধারণ পূর্বপুরুষ আছে। কাজেই বানর থেকে মানুষ এসেছে বিষয়টা এমন নয়।
তবে, আমরা কথায় কথায় কেন বলি, বানর থেকে মানুষ এসেছে? আসলে কথাটার প্রবক্তা খোদ নাস্তিকরাই।

evolutionary paleontologist G.G. Simpson said, “In fact, that earlier ancestor would certainly be called an ape or monkey in popular speech by anyone who saw it. Since the terms ape and monkey are defined by popular usage, man’s ancestors were apes or monkeys (or successively both). It is pusillanimous [mean-spirited] if not dishonest for an informed investigator to say otherwise.”
“বস্তুত, যে কেউ পূর্ববর্তী প্রজন্মকে দেখলে নিশ্চিতরূপেই তাদের প্রচলিত শব্দানুযায়ী বানর বা বনমানুষ বলত। কারন বানর শব্দটি বহুল ব্যবহার দ্বারা সংজ্ঞায়িত, মানুষের পূর্বপুরুষ বানর ছিল। অসৎ না হলে একজন জ্ঞানী ব্যক্তির জন্য অন্যকিছু বলা ভীরুতা।”

[ W.R. Bird, The Origin of Species: Revisited, Vol. 1:233 (Nashville, TN: Thomas Nelson, 1991), citing G.G. Simpson, “The World into Which Darwin Led Us,” Science 131:966–969]

বিবর্তনবাদীদের দাবি, প্রজাতির একটি অংশ মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় allopatric speciation ঘটে [ ভৌগলিকভাবে প্রজাতির একটি অংশের বিচ্ছিন্নতা হল allopatric speciation]তাই মূল প্রজাতির বিলুপ্ত হওয়া জরুরি নয়।

ভৌগলিকভাবে মানুষেরও গায়ের রঙ পাল্টাতে দেখা যায়।তাই বলে বাদামী ত্বকের মানুষদের বিলুপ্ত হওয়া আবশ্যক নয়।

সম্ভাব্য প্রশ্নঃ- allopatric speciation এর ফলে বানর জাতীয় জীব থেকে মানুষ আসা কেন অসম্ভব?

জবাবঃ- কারন সেক্ষেত্রে বর্তমানে অস্তিত্বশীল ইনফরমেশনে প্রায় ১০ মিলিয়ন লেটার [A,G,C,T] যুক্ত করতে হবে। যা সম্ভব বলে কেউ প্রমাণ করতে পারবে না।

আর বিভিন্ন অঞ্চলে মানুষের গায়ের রঙ আলাদা হওয়ার কারন হল বর্তমানে অস্তিত্বশীল ইনফরমেশনের পৃথকীকরন, বা মিউটেশনের ফলে ইনফরমেশন লস। আর এটা সম্ভব।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১২১ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)