লগইন রেজিস্ট্রেশন

কৃষ্ণ কি ঈশ্বর?

লিখেছেন: ' Mahir' @ সোমবার, মে ২৭, ২০১৯ (৪:৩৫ অপরাহ্ণ)

“…The fact is, some individual (i.e Krishna) comes **who is unique in spirituality. Then all sorts of legends are invented around him…”**

“বাস্তবতা হল, কিছু ব্যক্তির আগমণ ঘটে [যেমনঃ কৃষ্ণ], যারা আধ্যাত্মিকতায় এগিয়ে। আর লোকেরা তাকে ঘিরে অসংখ্য কাহিনী তৈরি করে”। – স্বামী বিবেকানন্দ। [Complete Works of Vivekananda/Vol. 1/Lectures And Discourses/Krishna; আরও দেখুন- Kṛṣṇa and Christ: In the Light of Some of the Fundamental Concepts and Themes of the Bhagavad Gītā and the New Testament, ৩৬৬ পৃ।]

 

আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ স্বরস্বতী বলেন,

Though it is possible that Krishna, being very virtuous and being extremely anxious to further the cause of righteousness, might have wished that he would like to be born again and again at different times to protect the good and punish the wicked. if such was the case, there is no harm in it;…

*…In spite of all this Krishna could never be God.”*

“যদিও এটা সম্ভব যে কৃষ্ণ খুব ধার্মিক ছিলেন এবং নৈতিকতার ব্যাপারে তীব্র উদ্বেগের কারনে, মন্দের শাসন ও ভাল-র সংরক্ষণের জন্য বারবার জন্ম নিতে চেয়েছিলেন। যদি এমন-ই হয়ে থাকে, তবে কোন সমস্যা নেই… এতদাসত্ত্বেও, কৃষ্ণ মোটেও ঈশ্বর নয় [Satyarth Prakash (The Light of Truth) by Swami Dayananda Saraswati/Page 219]

ঈশ্বর তার ঐশ্বরিক গুণ ও অবস্থান ছেড়ে নিকৃষ্ট-হীন সৃষ্টিতে রূপান্তর হতে পারেন না। কারন এই পন্থায় ঈশ্বর তার মর্যাদা হারাবে। বলতে পারেন যে, ঈশ্বর কি মানুষ হতে পারে না? আমি বলব, ঈশ্বর কি বোকা হতে পারে? সে কি stupid হতে পারে? ঈশ্বরের মানুষে রূপান্তরিত হওয়ার দর্শন মোটেও যৌক্তিক নয়

 

তো ঈশ্বরের পক্ষে মানবীয় গুণাবলী শোভনীয় নয়। কিন্তু কৃষ্ণ মানবীয় গুণ ধারণ করেন। ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ তার শ্রীমদ ভগবতের সারাংশে লিখেছেন, কৃষ্ণের ১৬১০৮ জন স্ত্রী ছিল।

“…altogether Lord Kṛṣṇa had 16,108 queens at Dvārakā, and in each of them He begot ten children. All these children grew up, and each had as many children as the father…”

[Purport on Srimad Bhagavatam 1.10.29 by Swami Prabhupada]

 

যদি বলি যে, আপনার মা একটি কুকুর তাহলে বুঝানো হচ্ছে যে, আপনার বাবা একটি নিম্নতর পশুর সাথে মিলিত হয়েছে, যা কিনা অপমানজনক সুতরাং, ঈশ্বর ১৬১০৮ জন নারীর সাথে মিলিত হয়েছে, একথা বলা ঈশ্বরের জন্য অপমানজনক

 

আরও কিছু কাজ দেখা যাক-

ভাগবত:- ১০/২২/৯

“তীরে পরিত্যক্ত গোপ কন্যাদের বস্ত্রগুলি সংগ্রহ করে তিনি সহ একটি কদম বৃক্ষের ওপর আরোহন করলেন এবং তার সঙ্গী বালকেরা এই কৌতুক দেখে হাসতে লাগলো এবং তিনিও হাসতে লাগলেন…

ভাগবত:- ১০/২২/১৭

…পরীক্ষিৎ বললেন “সত্যিই গোপীরা খুব কষ্ট পাচ্ছিলেন,তাদের সর্বাঙ্গ কাঁপতে লাগলো, অবশেষে নিজেরা নিজেদের লজ্জাস্থান হাত দ্বারা আবৃত করে জল থেকে উঠে এলো” [পুরো ঘটনা পড়ুন]

 

প্রথম প্রশ্নটি আগেই করেছি, ঈশ্বর কি বোকা হতে পারে? এটা কেমন অদ্ভুত দর্শন? আর এখানে তো ঈশ্বর বাচ্চাদের মত আচরণ করছে!

 

বলতে পারেন, ঈশ্বর তো সবই দেখেন, নারী কাপরে আবৃত হোক, আর অনাবৃত হোক আমার কথা হচ্ছে, ঈশ্বর সব দেখেন, কিন্তু সঙ্গী বালকদের ব্যাপারে কি বলবেন? একটা মেয়ের নিকট লজ্জা-ইজ্জতের চেয়ে দামি কি হতে পারে? এতগুলো লোকের সামনে মেয়েদের নগ্ন উঠে আসতে বলা কি ঈশ্বরের পক্ষে শোভনীয় কাজ? আমাদের দেশের বখাটে ছেলেরাও একাজ করার সাহস সামান্যই করে

 

ঈশ্বর নিজেই যদি লজ্জা বিসর্জনের হুকুম দেয়, তাহলে হিন্দুদের নৈতিকতার অধঃপতন কেন ঘটবে না?

 

আরও কিছু পয়েন্ট খুব-ই গুরুত্বপূর্ণ, কারন আগের দিনে মেয়েদের দ্রুত বিয়ে হত-

“…গোপীদের অনেকে বিবাহিত ছিল…কৃষ্ণকে যারা বিয়ে করতে চাইতো তাদের সবাই বিবাহিত ছিল…কৃষ্ণের প্রতি তাদের পরকীয়া প্রেম ছিল। তাই, কৃষ্ণের প্রতি গোপীদের প্রেমকে পরকীয়া রাস বলে। একজন বিবাহিত পুরুষ বা স্ত্রী অন্য স্ত্রী বা স্বামীকে কামনা করলে, তাকে পরকিয়া-রাস বলা হয়” [“Krsna, The Supreme Personality of Godhead” by A.C Bhaktivedanta Swami Prabhupada/purport of the Twenty-ninth Chapter of Kṛṣṇa, “The RāsaDance: Introduction.”]

 

সম্ভবত, একারনেই ভারতে সম্প্রতি পরকীয়া প্রেম বৈধ করা হয়েছে নৈতিকতার চূড়ান্ত অধঃপতন ভুল ঈশ্বরের অনুসরণ করলে, ভুল দর্শন বেছে নিলে নৈতিক অধঃপতন কেন হবে না?

 

কেউ বলতে পারেন, ‘ভাই আমাদের ধর্মে পরকীয়া বৈধ নয় আচ্ছা, মেনে নিচ্ছি তাহলে অন্তত, ঈশ্বর নিজেই তার নিজের বিধানের সাথে সংঘর্ষ ঘটালো-একথা বলা যায় আর এটা এমন কোন বিধান নয়, যে সকল বিধান থেকে ঈশ্বর ঊর্ধ্বে দাবি করা যেতে পারে কারন, হিন্দুরা ঈশ্বরের মানবে পরিণত হওয়া  স্বীকার করে তাহলে মানব ঈশ্বর কেন মানবীয় বিধান অনুসরণ করল না?

 

আশা করি, চিন্তাশীলদের জন্য এই আলোচনা উপকারে আসবে

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১৬২ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)