জাস্টিস মুফতী মুহাম্মাদ তাকী উসমানী : আ মোস্ট ইনফ্লুয়েনশ্যাল স্কলার ইন দ্য ওয়ার্ল্ড!
লিখেছেন: ' ইবনে হাবীব(মাহমুদ)' @ বুধবার, মে ২৬, ২০১০ (৪:৪৬ অপরাহ্ণ)
জাস্টিস মুফতী মুহাম্মাদ তাকী উসমানী (محمد تقی عثمانی )(জন্ম:১৯৪৩) পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। তিনি ইসলামী ফিকহ্ ,হাদিস,অর্থনীতি এবং তাসাওউফ সম্পর্কে বিশেষজ্ঞ। তিনি বিখ্যাত তাফসীরগ্রন্থ “মাআরিফুল কোরআন”এর রচয়িতা মুফতি শফী উসমানীর সন্তান এবং বিখ্যাত দুই ইসলামী ব্যক্তিত্ব মাওলানা রফী উসমানী ও মাওলানা ওয়ালী রাজীর ভাই।
মাওলানা তাকী উসমানী ১৯৪৩ সালে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে জন্মগ্রহণ করেন। দারুল উলূম করাচী থেকে আলীম ডিগ্রী অর্জন করার পর তিনি তাঁর পিতা পাকিস্তানের গ্র্যান্ড মুফতি মাওলানা শফী উসমানীর তত্ত্বাবধানে ইসলামী ফিকহে উচ্চতর শিক্ষা অর্জন করেন। ১৯৬১ সালে তিনি দারুল উলুম করাচী থেকে ইসলামিয়্যাতে তাখাস্সুস (পি.এইচ.ডির সমমানের ডিগ্রি) সম্পন্ন করেন। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবী সাহিত্যে এম.এ (Master of Arts) ডিগ্রী এবং করাচী বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি (Bachelor of Laws) ডিগ্রী অর্জন করেন। এছাড়াও ইংরেজি ভাষায় তার বিশেষ পান্ডিত্য রয়েছে। তিনি শায়খ হাসান মাশাত, মুফতী মুহাম্মদ শফী উসমানী, মাওলানা ইদ্রীস কান্দলভী, মুফতী রশীদ আহমাদ লুধিয়ানভী এবং শায়খুল হাদীস মুহাম্মদ যাকারিয়া কান্ধলভীর কাছ থেকে হাদীস বর্ণনার ইজাযত (অনুমতি) গ্রহণ করেন। তাসওউফের গুরুত্ব অনুধাবন করে দেওবন্দের আলিমদের ধারা অনুসারে তিনি আশরাফ আলী থানভী (র:)এর দুই খলিফা শায়খ ডা: আব্দুল হাই আরিফী এবং মাসীহুল্লাহ খান থেকে বাইআত গ্রহণ করেন। “মিজান ব্যাংক” প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানে সর্বপ্রথম তিনিই ইসলামী ব্যাংকিং চালু করেন। তিনি ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আরবী,উর্দূ এবং ইংরেজী ভাষায় উল্লেখযোগ্য সংখ্যক গ্রন্থের প্রণেতা। এছাড়াও ইসলামী ব্যাংকিং ও অর্থনীতি সম্পর্কে তিনি বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে অনেক প্রবন্ধ লিখেছেন। ২০০৪ সালের মার্চ মাসে মাওলানা তাকী উসমানীকে দুবাইয়ে আন্তর্জাতিক ইসলামী অর্থনীতি সংস্থার International Islamic Finance Forum (IIFF) বার্ষিক অনূষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রি ইসলামী অর্থনীতিতে তাঁর অবদান ও অর্জনের কারণে বিশেষ সম্মাননা প্রদান করে।
প্রতি সপ্তাহের রবিবার তিনি করাচীর দারুল উলুম মাদরাসায় তাযকিয়াহ তথা আত্মশুদ্ধি সম্পর্কে বয়ান করেন। বর্তমানে তিনি দারুল উলুম করাচীতে সহীহ বুখারী, ফিকহ এবং ইসলামী অর্থনীতির দরস দেন। তিনি তাঁর ‘ইসলাহী খুতুবাত’এর কারণে ব্যাপক প্রসিদ্ধ এবং পরিচিত। ১৯৭০ সালে প্রেসিডেন্ট যুলফিকার আলী ভুট্টোর আমলে পাকিস্তান ন্যাশনাল এ্যাসেম্বলি কর্তৃক কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার ব্যাপারে আলিমদের মধ্য হতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। জেনারেল জিয়াউল হকের শাসনামলে হদ্দ, ক্বিসাস এবং দিয়ত সম্পর্কিত আইন প্রণয়নে তিনি অগ্রবর্তি ভূমিকা পালন করেন।
১৯৬৭ সাল হতে মুফতী মুহাম্মাদ তাকী উসমানী মাসিক উর্দু পত্রিকা ‘আল বালাগ’ –এর প্রধান সম্পাদকের ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও তিনি ১৯৯০ সাল থেকে প্রকাশিত ইংরেজি “Albalagh International”-এর চিফ এডিটর। পাকিস্তানের প্রথম সারির দৈনিক পত্রিকাগুলোতে তার প্রবন্ধ-নিবন্ধ নিয়মিত প্রকাশিত হয়। আরবী, ইংরেজি ও উর্দুভাষায় তার রচিত বইয়ের সংখ্যা ৬০এরও অধিক। বাংলাসহ বিশ্বের প্রায় ৭০টি ভাষায় তার বই অনুদিত হয়েছে।
বর্তমান তিনি নিম্নের সংস্থাগুলোর সাথে জড়িত:
১. ভাইস প্রেসিডেন্ট ও স্থায়ী সদস্য, আন্তর্জাতিক ইসলামিক ফিক্বাহ একাডেমী, sponsored by OIC, জেদ্দা
২. ভাইস প্রিন্সিপ্যাল ও শাইখুল হাদীস, দারুল উলুম করাচী
৩. চেয়ারম্যান, Shari’a Standard Council)Accounting and Auditing Organization of Islamic Financial Institutions, বাহরাইন
৪. চেয়ারম্যান, শরীয়া বোর্ড, কেন্দ্রীয় ব্যাংক, বাহরাইন
৫. চেয়ারম্যান, শরীয়া বোর্ড)Amana Investments Limited, শ্রীলংকা
৬. চেয়ারম্যান, শরীয়া বোর্ড, আবু ধাবী ইসলামী ব্যাংক, আরব আমিরাত
৭. Member of Shari’a Supervisory Board, Guidance Financial Group, যুক্তরাষ্ট্র
৮. প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, শরীয়া বোর্ড, মীযান ব্যাংক, পাকিস্তান
৯. চেয়ারম্যান, শরীয়া বোর্ড, দুবাই ব্যাংক, দুবাই
১০. চেয়ারম্যান, শরীয়া বোর্ড, ইসলামী ব্যাংক পাকিস্তান লিমিটেড
১১. সদস্য, জমিয়াতুল উলামা যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র
১২. চেয়ারম্যান, শরীয়া বোর্ড, Pak Qatar Takaful
১৩. সদস্য, ইসলামিক ফিক্বাহ একাডেমী, রাবেতা-আল-আলমে ইসলামী, মক্কা
১৪. চেয়ারম্যান, Centre for Islamic Economics, পাকিস্তান
পূর্বে যে সংস্থাগুলোর সাথে জড়িত ছিলেন:
১. বিচারক, কেন্দ্রীয় শরীয়াহ আদালত, পাকিস্তান (১৯৮০-১৯৮২)
২. বিচারক, শরীয়াহ আপিল বেঞ্চ, সুপ্রিম কোর্ট, পাকিস্তান (১৯৮২-২০০২)
৩. সদস্য, Syndicate University of Karachi (১৯৮৫-১৯৮৮)
৪. সদস্য, Board of Governors, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামাবাদ (১৯৮৫-১৯৮৯)
৫. সদস্য, International Institute of Islamic Economics (১৯৮৫-১৯৮৮)
৬. সদস্য, Council of Islamic Ideology (১৯৭৭-১৯৮১)
৭. সদস্য, Board of Trustees, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামাবাদ। (২০০৪-২০০৭)
৮. সদস্য, Commission for Islamisation of Economy, পাকিস্তান।
মুফতি তাকী উসমানী রচিত আলোড়ন সৃষ্টিকারি বিখ্যাত কয়েকটি গ্রন্থ:
* Ma’ariful Qur’an. (আট খন্ড সম্বলিত ইংরেজি ভার্সন) তাফসীর গ্রন্থটি তার পিতা কতৃক উর্দুতে লিখিত হয়েছিল।
* The Meanings of the Noble Qur’an. (সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ কোর’আনের ইংরেজি অনুবাদ)
* তাকমালা ফাতহুল মুলহীম (৬ খন্ডে সমাপ্ত সহীহ মুসলীম –এর ব্যাখ্যা গ্রন্থ)(আরবী)
* উলুম-উল-কুরআ’ন (উর্দু)(কোরআ’নের বৈজ্ঞানিক বিশ্লেষন সম্পর্কিত গ্রন্থ যা An Approach to the Qur’anic Sciences. নামে ইংরেজিতেও প্রকাশিত হয়)
* ইন’আমুল বারী (৮ খন্ড সম্বলিত বুখারি শরীফের ব্যাখ্যাগ্রন্থ)
* মা হিয়া আন নাসরানিয়্যা? (আরবী)
* নাছরত ‘আবারহ হুল আত-তা’লীমি আল ইসলামিয়া (আরবী)
* দরস-এ-তিরমিযী
* তাকলিদ কি শর’য়ী হাইসিয়াত (মাযহাব অনুসরন করার শরয়ী ভিত্তি)
* হযরত মুয়াবিয়া রযি. আওর তারিকি হাকায়িক (ইতিহাসের কাঠগড়ায় হযরত মুয়াবিয়া রযি.)
* An Introduction to Islamic Finance.
* ইসলাম ও সমসাময়িক রাজনীতি
* Islamic Laws of Animal Slaughter
* ইসলাহী খুতুবাত
* ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও বাণিজ্য
* What is Christianity?
* বাইবেল ছে কুরআন তাক (৩খন্ড)
* দ্বীন প্রতিষ্ঠা : সমস্যাবলী
* The Authority of Sunnah
* হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভীর রাজনৈতিক চিন্তাধারা
* Perform Salah Correctly
* সমাজ শুদ্ধিকরন
* Historic Judgment on Interest
* The Legal Status of Following a Madhab
* Quranic Sciences
* Islam and Modernism
* আত্মশুদ্ধির আবশ্যকতা
* Contemporary Fatawa
উনি কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন ।