লগইন রেজিস্ট্রেশন

বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী আইনুদ্দিন আল আজাদ আর নেই!

লিখেছেন: ' ইবনে হাবীব(মাহমুদ)' @ শুক্রবার, জুন ১৮, ২০১০ (৬:১৩ অপরাহ্ণ)

বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী আইনুদ্দিন আল আজাদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রযিউন। অসংখ্য ভক্ত-অনুরাগীকে দু:খের সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমালেন তিনি।

আজ বেলা ১১ টার দিকে ঈশ্বরদী-লালপুর মহাসড়কে নাটোরের লালপুরে একটি প্রাইভেট কার ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালকসহ তিনি নিহত হন।

আইনুদ্দিন আল আজাদ একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শুক্রবার সকালে প্রাইভেট কারে ঢাকা থেকে ঈশ্বরদী-লালপুর মহাসড়ক হয়ে রাজশাহী যাচ্ছিলেন।

গাড়িটি পালিদেহা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে ঢুকে যায়।

গুরুতর আহতাবস্থায় আইনুদ্দিন আল আজাদকে উদ্ধার করা হয়। তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

তিনি সাংস্কৃতিক সংগঠন ‘কলরব‘র প্রধান পরিচালক এবং ‘সুরকেন্দ্রে‘র ব্যবস্থাপনা পরিচালক। দামামা, অবগাহন, যদি, বদলে যাবে এই দিন, অচিন পাখী, কবর পথের যাত্রীসহ তার প্রায় ৫০টি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১,২৪০ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ২.৩৮)

১০ টি মন্তব্য

  1. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

  2. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতি এক বিরল প্রতিভা হারাল।

  3. একজন মুসলিম মারা গেছেন – সে হিসাবে – “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। কিন্তু ইসলামী গান ঠিক কি জিনিস বুঝলাম না – এরপর ইসলামী নাটক, ইসলামী নৃত্য… ইসলামী সিনেমা… আর কি?

    ইবনে হাবীব(মাহমুদ)

    @loner, হামদ-নাত এগুলোও ইসলামী সঙ্গীতের মধ্যে পড়ে। এছাড়া যে সঙ্গীতের ভাষা ইসলামী ভাবধারার সাথে সঙ্গতিপূর্ণ এবং অবশ্যই বাদ্য-বাজনা বিহীন, সেগুলোই ইসলামী সঙ্গীত বা গান।

    মুনিম

    @ইবনে হাবীব(মাহমুদ), “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
    সঙ্গীত শব্দের অর্থ কি জানেন? নৃত্য গীত বাজনার সমাহারে যে শিল্প চর্চা করা হয় তাকে সঙ্গীত বলে।

    ইসলামী ভাষায় যা আল্লাহর গুণগান প্রকাশ করে গাওয়া হয় তা হামদ ও রসুলের প্রশংসা করে গাওয়াকে না’ত বলে। আর আমাদের ভারতীয় সুফিগণ যা বাদ্যসহকারে গান তাকে সামা বলে। এবার বলুনতো আপনার এই মরহুম কি গাইতেন?

    ইবনে হাবীব(মাহমুদ)

    @মুনিম, নৃত্য গীত বাজনার সমাহারে যে শিল্প চর্চা করা হয় তাকে সঙ্গীত বলে।
    সংজ্ঞাটা কি আপনার? বোঝা গেল মরহুমের প্রতি কোন কারনে বিদ্বেষভাব পোষন করেন।

  4. ইন্না লিল্লাহ.. আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমীন।

  5. আল্লাহ ওনাকে মাফ করুন, জান্নাতুল ফেরদাউস নসীব করুন। কবরকে প্রশস্থ করে দিন, এই দোয়া রইলো।
    অশ্লীলতার নাচ-গানের বিরুদ্ধে মরহুমের যথেষ্ট উপযোগী জিহাদ ছিল, এবং এই পথেই তিনি শাহাদাত বরণ করেন। আমি এর চাইতে বেশি কিছু বলবো না।
    আমরা প্রত্যেকেই আজহোক কাল হোক ঐ একই পথের পথিক, কিন্তু কেউ তার জীবনের কৃতকর্মের ভাল ফল রেখে যায়, তার আদর্শ ও নৈতিকতা থেকে মানুষ ভাল শিখে, এবং সে সাদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকে, আল্লাহ মরহুমের সাধনাকে আমাদের তরুণ ও নতুন প্রজন্মের সুষ্ঠ চেতনা ও নৈতিকতার বিকাশে কবুল করুন। আমীন

    বাংলা মৌলভী

    @বাংলা মৌলভী, আমাদেরকেও এমন কিছু ভাল করে আখেরাতের পূজিঁ জমিয়ে রাখার ও ইমানের সাথে মৃত্যু নসীব করেন। আমিন।