পিস-ইন-ইসলামের ৩১৩ জন ইউজারকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন!
লিখেছেন: ' ইবনে হাবীব(মাহমুদ)' @ বুধবার, জুলাই ২৮, ২০১০ (১১:০৭ অপরাহ্ণ)
৩১৩ বরকতময় সংখ্যা। বদর যুদ্ধে সাহাবাদের সংখ্যা ছিল ৩১৩। পিস-ইন-ইসলামের ইউজারসংখ্যা ৩১৩ পূর্ণ হলো। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, আর নতুনদের স্বাগতম।
১০২ বার পঠিত
আপনাকেও শুভেচ্ছা ।
অনেকদিন পর ব্লগে এলেন ?
৩১৩ যে বরকতময় সংখ্যা – তা কি কুর’আন বা সহিহ হাদিসে কোথাও এসেছে?
সমালোচনা করার জন্য বলছিনা, জানতে চাচ্ছি।
কারণ ইমাম ইবনে তাইমিয়্যা থেকে আমরা জানতে পারি যে কোন জিনিসকে মুবারাক অর্থাৎ বরকতের উৎস মনে করতে হলে তার স্বপক্ষে কুর’আন এবং সহিহ হাদিস থেকে সুস্পষ্ট দলিল থাকতে হবে।
@আবু আনাস,
ইসলামের প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ জিহাদ ছিল বদরের জিহাদ, আর এতে মুসলিমদের সংখ্যা ছিল ৩১৩। তদুপরি সংখ্যাটি বেজোড়। আমি এই দৃষ্টিকোণ থেকেই ৩১৩ কে বরকতময় বলতে চেয়েছি। আর কোন জিনিসকে মুবারাক অর্থাৎ বরকতের উৎস মনে করতে হলে তার স্বপক্ষে কুর’আন এবং সহিহ হাদিস থেকে সুস্পষ্ট দলিল থাকতে হবে। -ইমাম ইবনে তাইমিয়্যা (রহ.) যদি এমন মত পোষণ করেই থাকেন তবে উক্ত মতের সাথে অন্যান্য সালফে-সালেহীনদের ন্যায় আমিও ভিন্ন মত পোষণ করি।
আপনাকেও শুভেচ্ছা।
তবে ৩১৩ সংখ্যাটি কোন কারণে বরকত ময়, তা বিশ্বাস করি না।