লগইন রেজিস্ট্রেশন

রমযান বিষয়ক প্রতিযোগিতা ২০১১

লিখেছেন: ' mamunipc' @ বৃহস্পতিবার, অগাষ্ট ১১, ২০১১ (৫:৫৩ অপরাহ্ণ)

* সঠিক উত্তরে √ চিহ্ন দিন :
১। মাহে রমযানের রোযা ফরয হয় ?
উত্তর: (ক) নবুওয়াতের দ্বিতীয় বছর শাবান মাসে  (খ) দ্বিতীয় হিজরী শাবান মাসে  (গ) ১০ম হিজরী শাবান মাসে 
২। রোযা অবস্থায় স্বপ্নদোষ হলে রোযার বিধান কি?
উত্তর: (ক) রোযা ভঙ্গ হয়  (খ) রোযা ভঙ্গ হয় না  (গ) রোযা মাকরূহ হয় 
৩। রোযা অবস্থায় স্বপ্নে কিছু খেলে…?
উত্তর: (ক) রোযা ভঙ্গ হয়  (খ) রোযা ভঙ্গ হয় না  (গ) রোযা মাকরূহ হয় 
৪। রমযানের দিনে ভুলে কিছু খেলে…?
উত্তর: (ক) রোযা ভঙ্গ হয় না  (খ) রোযা ভঙ্গ হয়  (গ) রোযা মাকরূহ হয় 
৫। কদর রজনী যা হাজার রাত অপেক্ষা শ্রেয়, তা পাওয়া যায়?
উত্তর: (ক) রমযান মাসের যে কোন রাতে  (খ) ২৭ শে রমযান  (গ) রমযান মাসের শেষ ১০ দিনের যে কোন বেজোড় রাতে 
৬। পবিত্র কুরআন নাযিল করা হয়?
উত্তর: (ক) কদরের রাতে  (খ) বরাতের রাতে  (গ) মেরাজের রাতে 
৭। যে যুদ্ধের মাধ্যমে ইসলাম বিজয় লাভ করে, সেটি বদর যুদ্ধ। এটি অনুষ্ঠিত হয় কোন মাসের কত তারিখে?
উত্তর: (ক) ১৭ ই রমযান  (খ) ১৭ই শাওয়াল  (গ) ২৭ শে রমযান 
৮। রমযান মাসে ওমরা পালন করলে ছাওয়াব অর্জিত হয় ?
উত্তর: (ক) হজ্জের সমপরিমাণ  ১০টি ওমরার সমপরিমাণ  ৭০টি ওমরার সমপরিমাণ 
৯। মসজিদে হারাম তথা কা‘বা শরীফে এক নামাযের বিনিময় পাওয়া যায়?
উত্তর: এক হাজার নামাযের  এক লক্ষ নামাযের  দুই লক্ষ নামাযের 
১০। সারা বছরে কয় দিন রোযা রাখা হারাম?
উত্তর: ৩ দিন  ৫ দিন  ৭ দিন 

এক কথায় উত্তর লিখুন :
১। ইসলামের শাশ্বত মু‘যিযা কোনটি?
২। পবিত্র কুরআনে মোট কতটি সূরা রয়েছে ?
৩। পবিত্র কুরআনের সবচেয়ে দীর্ঘতম (আয়াত হিসেবে) দু‘টি সূরাটি নাম লিখুন?
৪। কুরআনের দীর্ঘতম আয়াত কোনটি?
৫। রাসূল (সা.)-এর উপর কত বছরে পূর্ণ কুরআন অবতীর্ণ হয়?
৬। পবিত্র কুরআনে কতজন নবী-রাসূলের নাম উল্লেখ করা হয়েছে?
৭। পবিত্র কুরআনে সিজদাহ কয়টি?
৮। পবিত্র কুরআনে যে কীট ও পাখী কথা বলেছে, তার নাম কি?
৯। যে সূরাটি তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে, সেই সূরাটির নাম কি?
১০। পূর্ণাঙ্গ সূরা হিসেবে সর্বপ্রথম কোনটি অবতীর্ণ হয় ?

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১০৮ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

১ টি মন্তব্য