প্রতিযোগিতায় অংশগ্রহণের আহবান
লিখেছেন: ' আবু আব্দুল্লাহ' @ শনিবার, অগাষ্ট ২১, ২০১০ (৬:৩৩ অপরাহ্ণ)
ইসলাম প্রেজেন্টেশন কমিটি (আইপিসি) কুয়েত, একটি দ্বীনি প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটি কুয়েতে অবস্থানরত অমুসিলমদেরকে ইসলামের দাওয়াত দিয়ে আসছে ৩০ বছর যাবৎ। আইপিসিতে প্রায় ১৪টি ভাষায় ইসলামের দাওয়াতের কাজ চালু রয়েছে। এই দাওয়াত আরো সম্প্রসারণ করার জন্য আইপিসি এই বৎসর প্রতিযোগিতার আয়োজন করেছে। আরবী ভাষায় পারদর্শী ভাইয়েরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ভ্রমণ করুন।
http://www.ipc.org.kw/page.php?id=19
পুরস্কারের বিবরণ
প্রথম পুরস্কার = ৪০০০ (চার হাজার ডলার) USD = ১২০০ KD
দ্বিতীয় পুরস্কার = ৩০০০ (তিন হাজার ডলার) USD = ৯০০ KD
তৃতীয় পুরস্কার = ২০০০ (দুই হাজার ডলার) USD = ৬০০ KD
৪১ বার পঠিত