হোমিওপ্যাথিক চিকিৎসা কতটুকু কার্যকরী? কারো জানা থাকলে জানাবেন প্লিজ।
লিখেছেন: ' manir' @ বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০১২ (১০:৩০ পূর্বাহ্ণ)
আমার এক নিকট আত্নীয়ের প্রস্টেট গ্লান্ড বড় হয়েছে। ঢাকা মেডিকেলে মাসখানেক ভর্তি ছিল। শরীর দুর্বল ছিল বলে ডাক্তার অপারেশন করেনি। অপারেশন করলেও যে একেবারে ভাল হবে এমনটাও বলেনি। যাইহোক উনি এখন হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চাচ্ছেন। পান্থপথে ডা. এম এম সরদার নামের একজন আছেন যার ঔষধের মূল্য মাসিক ১০৫০০ টাকা। কমপক্ষে ৬মাস খেতে হবে।অনেকেই নাকি ভাল হয়েছে।
আমার জানার বিষয় হল হোমিওপ্যাথিক চিকিৎসা আসলে কতটুকু কার্যকরী? কারো জানা থাকলে জানাবেন প্লিজ।কারো বাস্তব অভিজ্ঞতা থাকলে শেয়ার করলে ভাল হয়।
৮৮ বার পঠিত