লগইন রেজিস্ট্রেশন

***জীবনের ইসলামীকরণ***

লিখেছেন: ' manwithamission' @ শুক্রবার, জানুয়ারি ১৪, ২০১১ (১১:৫৯ পূর্বাহ্ণ)

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
نحمده ونصلي على رسوله الكريم أمابعد

জীবনের মানে কি আর জীবনের উদ্দেশ্যইটা বা কি এই ধরণের বিষয়টা একেক জনের নিকট এক এক রকম। আমাদের জীবন ব্যবস্থায় প্রায় সবাইকে পিচ্চি বেলা থেকেই একটা ধারণা নিয়ে বড় হতে হয়, “তোমাকে মানুষ হতে হবে”। আমি এই মানুষ হওয়া বলতে আসলেই কি বুঝায় কিংবা বড়রা কি বুঝাতে চান তা নিয়ে একসময় ভাবতে শুরু করি আর এক পর্যায়ে আবিস্কার করলাম, মানুষ হওয়া বলতে মূলত বেশিরভাগ বড়রা বুঝেন ভাল একটা পর্যায়ে পৌছান যেখানে পার্থিব অর্থ যোগের প্রাচুর্য থাকবে। পার্থিব অর্থ যোগের প্রাচুর্যকে ঘিরেই আমাদের জীবনটা গড়ে উঠছে। আর যখন মানুষ একটি বিষয়ে গভীরভাবে মনযোগ দিয়ে আবদ্ধ হবে তখন পারিপার্শ্বিক অন্য সকল বিষয়গুলোকেও সে তার সেই বিষয়টি দিয়ে তুলনা করবে। যার ফলশ্রুতিতে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে, একটা ইসলামী নামের অধিকারী হয়ে আর কিছু পারিপার্শ্বিক কাজ নিজেদের যেমন ভাল লাগে সেই উপায়ে করে তাকে ইসলামীকরণের একটা প্রচেষ্টা আমাদের মধ্যে চলে আসছে।

পিচ্চিবেলা থেকে শুরু করে কিশোর জীবন আর এরপর আল্লাহ প্রদত্ত জীবনের অন্যতম নিয়ামত তারুণ্য আর এরপর বৃদ্ধ অবস্থা শরীরে কড়া নাড়ার আগ পর্যন্ত অনেকেরই মনেই থাকে না যে সে একজন মুসলিম। আর তখন একটু হুশ হয় কিন্তু অনেকেই তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে ইসলামকে মানতে শুরু করেন। কুরআন যদিওবা একটু পড়া হয় কিন্তু তা কন্ঠ অতিক্রম করে না আর হাদীস শোনার উদ্দেশ্য থাকে সওয়াব, মানার জন্য নয়। সারাটি জীবন কোথা থেকে উপার্জন করল তা হালাল নাকি হারাম সেই বিষয়ে ভাবার সময় হয় নি যার ফলশ্রুতিতে যে শরীরের প্রতিটি রক্ত কণা, হাড়, মাংস হারাম পয়সায় গঠিত হয়েছে সেই শরীর ইবাদত যদিওবা কিছু করে কিন্তু কুরআন এবং সহীহ হাদীস অনুযায়ী তাকে নসীহত করলে সেই কথাগুলো এক কান দিয়ে প্রবেশ করে অন্য কান দিয়ে বেড় করে দেয়।

তাই বৃদ্ধ অবস্থায় ইসলাম শেখা নয়, এই কৈশরে, এই শক্তিভরা তারুণ্যে সময় সুযোগ কাজে লাগিয়ে ইসলাম শেখা শুরু করা আবশ্যক আর শুধু শিখলেই হবে না সেই শেখা অনুযায়ী শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও নড়াচড়া করানো চাই, চাই চিন্তাভাবনা গুলোও যেন সেই মতে হয়। আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি মুহুর্ত যেভাবে আমরা চলাফেরা করি, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, যার মাঝে আমরা আনন্দ খুজে বেড়াই, যে কর্ম সাধন করে অর্থ উপার্জন করার চেষ্টা করি, যে পথ দিয়ে হাটি অথবা যখন একটু অন্যমনস্ক হয়ে ঝিমুনি চলে আসে তখনও যেন আমাদের কাজগুলো ইসলাম অনুযায়ী হয়। আমাদের জীবনটাকেই ‘ইসলাম’ বানাতে হবে। ইসলাম শুধু পড়ে বইয়ের পাতায় জমা করে রাখার বস্তু নয় ইসলাম হচ্ছে প্রকৃত বিশ্বাস স্থাপন করে, আকীদাসমূহ সহীহ করে, পড়ে শিখে, বুঝে কুরআন-সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে রাঙ্গিয়ে নেওয়ার নাম। সমগ্র জীবনটাকেই ইসলামীকরণ করতে হবে। জীবনের একটা ক্ষুদ্র মুহুর্তও ইসলামীকরণের বাইরে যেন না থাকে কারণ এটাই যে আমাদের সৃষ্টির উদ্দেশ্য।

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالإنْسَ إِلا لِيَعْبُدُونِ
অর্থঃ “আমি মানুষ এবং জ্বিন জাতিকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নি”। (সূরা যারিয়াত: ৫৬)

মহান আল্লাহ তাআলা আমাদের হিফাজত করুন ও হক কথা বুঝার এবং হক অনুযায়ী জীবনটাকে রাঙ্গিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমীন।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৮৮ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৪.৩৩)

১ টি মন্তব্য