লগইন রেজিস্ট্রেশন

হে ঘাতক!

লিখেছেন: ' মেরিনার' @ শনিবার, ফেব্রুয়ারি ২৭, ২০১০ (১১:২২ অপরাহ্ণ)

হে ঘাতক! ভেবো না তুমি আমায় কথার মায়াজালে ভুলিয়ে রাখবে ।
আমি ঠিকই আমার ভাইয়ের প্রতি বিন্দু রক্তের বদলা চাইবো -
চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক ।
তা সে যতদনিই লাগুক! ভেবো না তুমি জনতার একজন হয়ে যাবে-
সময়ের ব্যাবধানে, মিশে যাবে আর সকলের সাথে, সকলের মাঝে ।
ঘাতক! আর হুকুমের আসামী ছায়া-ঘাতক!! হ্যাঁ তোমাকেও বলছি,
শুনে রাখো: ভেবো না ভাইয়ের সমাধিতে ফুল দিলেই ভুলে যাবো
আমি সব! আর অনায়াসে তুমি আমার ভাই-বন্ধু কিছু হয়ে যাবে!!

দাবার ছকে বড়ে আর মন্ত্রী এক নয়, কিস্তি আর গজও এক নয় -
কেউ কেউ ভাবে জীবনের ছকেও বুঝি সব প্রাণ এক নয় -
কোন কোন প্রাণ বুঝি অন্য প্রাণের চেয়ে বেশী দামী হয় ।
তাই বুঝি কোন কোন প্রাণকে সারাক্ষণ শীতাতপে রাখতে হয় ।
তাই তো কোন কোন প্রাণবাহী দেহ চলে বুলেট প্রুফ গাড়ী চড়ে ।
ভেবে দেখেছো ? “মৃত্যু-প্রুফ” কিছু কি সত্যি কোথাও আছে ?

হে ঘাতক! তুমি জেনে রাখো: তোমার প্রাণ, আর বিডিআরে নিহত
আমার ভাইয়ের প্রাণ – দেহ থেকে চলে গেলে কোনটাই আর ফিরে
আসে না পৃথিবীর বসতিতে । সকলের এই যাত্রা কেবল একমুখিই হয় ।
তুমি ভেবোনা তোমার প্রাণ বিশেষ কিছু ! তোমার প্রাণহরণেও কেবল
একটি বুলেটই যথেষ্ট – যদিও আমার ভাইয়ের মৃত্যু নিশ্চিত করতে,
তুমি ব্যয় করেছো অনেক ক’টি । সময়কালে, ম্যানিলা রশির একটি গেরোই
তোমার জন্য যথেষ্ট হবে । আমি অনন্তকাল অপেক্ষায় থাকবো-
ভেবো না কবরগুলোতে সবুজ ঘাস উঠেছে বলেই আমি ভুলে গেছি সব !

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৪৪ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

১ টি মন্তব্য

  1. তাই তো কোন কোন প্রাণবাহী দেহ চলে বুলেট প্রুফ গাড়ী চড়ে ।
    ভেবে দেখেছো ? “মৃত্যু-প্রুফ” কিছু কি সত্যি কোথাও আছে ?

    চমৎকার উপমা (Y)