“ওদের” মত হতে চাওয়া এই “আমরা”
লিখেছেন: ' মেরিনার' @ বৃহস্পতিবার, এপ্রিল ৮, ২০১০ (৯:১৯ পূর্বাহ্ণ)
কাক ময়ূর হতে চায়, এমন কথা শোনা যায়;
কিন্তু ময়ূরের কাক হতে চাওয়া ?
এখনকার দুঃসময়ে, তাও শোনা যায় !
চারিদিকে অগণিত কাকের কা কা রব,
আর তীক্ষ্ম ঠোটের সম্মিলিত আঘাত -
এসব থেকে বাঁচতে, ময়ূরও কাক হতে
চাইতে পারে – আর কখনো সত্যিই চায় !
নিজের ব্যক্তি-স্বাতন্ত্র্য, বেশ-ভূষার দাবী -
সব বিসর্জন দিয়ে কাকের দলভূক্ত হবার
আকুতি – বিশ্বাসী মুসলিমের সুশীল হবার
করুণ প্রচেষ্টা ৷ কিন্তু শয়তানের সাথে মানুষের
যে চিরন্তন যুদ্ধ, তার কি হবে ?
মানুষ যদি শয়তানই হতে চাইবে,
তবে তো শুরুর আগেই সে যুদ্ধ শেষ -
যেন স্বেচ্ছায় হার মানা হার পরে নেয়া ৷
ইসলামী নৃত্য, ইসলামী গীত, ইসলামী টেলিভিশন,
ইসলামী নাটক কিংবা নববর্ষের ইসলামীকরণ -
আরো কত কি – টিকে থাকতে ময়ূরের কাক হতে চাওয়া ৷
যেন শুরুর আগেই অঘোষিত যুদ্ধে হার মেনে নেয়া ৷
যে শত্রুর মত হতে চায়, তাকে দিয়ে কি যুদ্ধ হয়?
সে তো যুদ্ধের আগেই বিজিত, পরাজিত –
জীবন সংগ্রামে “ওদের” মত হতে চাওয়া এই “আমরা”!!
চলনে বলনে “ওদের” মত হতে চাওয়া এই “আমরা”!!
চিন্তায় চেতনায় “ওদের” মত হতে চাওয়া এই “আমরা”!!
Processing your request, Please wait....












আসসালামু আলাইকুম ভাই,
চমৎকার লিখেছেন। আল্লাহ তাআলা আপনাকে এরকম লেখার আরো তৌফিক দান করুন, আমীন।
ইসলামী নৃত্য, ইসলামী গীত, ইসলামী টেলিভিশন,
ইসলামী নাটক কিংবা নববর্ষের ইসলামীকরণ -
আরো কত কি – টিকে থাকতে ময়ূরের কাক হতে চাওয়া ৷
সত্যিই তাই ইসলামী ইনসিওরেন্স পলিসি, ইসলামী ব্যাংক সহ আরো কত কি যে ইসলামের নাম দিয়ে আজ মানুষদের গেলানো হচ্ছে তার ইয়াত্তা নেই।
@manwithamission, ওয়া ‘আলাইকুমুস সালাম! আমাকে একটা সুন্দর দোয়া করার জন্য, আল্লাহ্ যেন আপনাকে উত্তম প্রতিদান দেন!!
যেন স্বেচ্ছায় হার মানা হার পরে নেয়া ৷
ইসলামী নৃত্য, ইসলামী গীত, ইসলামী টেলিভিশন,
ইসলামী নাটক কিংবা নববর্ষের ইসলামীকরণ -
আলহামদুলিল্লাহ।
ভালো লিখেছেন। ধন্যবাদ।
@দ্য মুসলিম, আলহামদুলিল্লাহ ভাই! মুসলিম উম্মাহর সামান্যতম কাজে লাগলে সকল প্রচেষ্টা সার্থক হবে।