উলামাদেরকে জনম্মুখে বিতর্কিত ও কলংকিত করার চেষ্টা চলছে :মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান
লিখেছেন: ' মাসরুর হাসান' @ বুধবার, জুলাই ১৩, ২০১১ (১:৫০ অপরাহ্ণ)
মজলিসে দাওয়াতুল হকের আমীর গুলশান সেন্ট্রাল জামে মসজিদের খতীব মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান বলেছেন, যারা আলেমে দ্বীন হয়ে জাতির কর্ণধার হয়ে সমাজে দ্বীনের কাজে আত্মনিয়োগ করতে যাচ্ছে তাদেরকে ব্যাপারে অত্যাধিক সচেতন থাকতে হবে। কারণ তারাই হলো এ জাতির আদর্শ, তারাই হলো হেদায়েতের পথের রাহবার। রাহবার যদি হকের উপর প্রতিষ্ঠিত না থাকে তবে সে রাহবরী করবে কিভাবে?
যারা সাধারণ মুসলমান তাদের দায়িত্ব হলো জাতির এসব কর্ণধার ও রাহবরগণের ইজ্জত সম্মান প্রদর্শন করা। কারণ আলেমগণ হলেন নবী আ. গণের ওয়ারিস বা উত্তরাধিকারী। আলেমগণ হলেন মুসলিম জাতির প্রাণ। যে জাতির মাঝে কোন আলেমের অস্তিত্ব থাকে না সে জাতি হলো প্রাণহীন-মুর্দা জাতি। তাই উলামায়ে কিরামের খিদমতকে নিজের জন্য সৌভাগ্যের ব্যাপার মনে করতে হবে। একজন আলেমের খিদমত একজন নবীর খিদমত তুল্য। কারণ আলেমগণ হলেন নায়েবে নবী, নায়েবে রাসূল।
আলহামদুলিল্লাহ আমাদের দেশের জনগন এখনো তাদের ধর্মীয় বিষয়ে উলামাগণের মতকে গ্রহণ করে। তাদরেকে ইজ্জত-সম্মান করে। উলামাগণের ডাকে বাতিল প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ে। তাই ইসলামের ব্যাপারে যতই ষড়যন্ত্র হোক না কেন তা সফল হতে পারে না। তাই উলামাদেরকে জনম্মুখে বিতর্কিত ও কলংকিত করার চেষ্টা চলছে। জঙ্গিবাদ, মৌলবাদ ইত্যাদি অপবাদ দিয়ে মুসলিম জনগণ থেকে আলেমগনকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে।
অথচ যার বিভিন্ন অপরাধে জেল খাটছে তাদের মাঝে একজন আলেমও নেই, চুরি, ডাকাতি ধর্ষণ ইত্যাদি অপরাধে অভিযুক্ত কোন আলেম, ইমাম, শাইখুল হাদীস, পাওয়া যায় না। হ্যা তারা এসব কাজে বাধা দেয়, এজন্যই পথের কাটা দুর করতে উলামা মাশায়েখদের বিরুদ্ধে এসব চক্রান্ত করা হচ্ছে। গত ২ জুলাই মতিঝিল দারুল উলূম মাদরসার খতমে কুরআন ও খতমে বুখারী মাহফিলে এসব কথা বলেন।
মুহিউস সুন্নাহর উত্তরবঙ্গে সফর
মজলিসে দাওয়াতুল হকের আমীর গুলশান সেন্ট্রাল জামে মসজিদের খতীব মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান গত ৯ জুলাই এক দিনের সংক্ষিপ্ত সফরে উত্তরবঙ্গে আসেন। এ সময়ে তিনি সোনামুখী জামিয়া মাদানিয়া মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা, ষোল মাইল দারুল উলুম মাদরাসায় ইসলাহী মজলিস ও বগুড়া দারুল কুরআন মাদরাসার দস্তারবন্দী মাহফিলে বক্তব্য রাখেন। মাহফিলগুলোতে অন্যান্যদের মধ্যে বগুরা জামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সবুর, জামিল মাদরাসার মুহাদ্দিস ও বগুরা জেলা দাওয়াতুল হকের নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, শাইখুল হাদীস মাওলানা কাজি ফজলু করী রাজু, প্রবীণ আলেমে দ্বীন পীরে কামেল মাওলানা আব্দুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়াও খুকনী মদীনাতুল উলূম মাদরাসার সদরে মুহতামিম হাফেয মাওলানা আব্দুর রাজ্জাক ও মুহতামিম মুফতী আব্দুর রওফ আলিমপুর মাদরাসার মুহতামিম মাওলানা আমজাদ হুসাইন, মাওলানা ইসমাইলসহ স্থানীয় উলামা মাশায়েখ উপস্থিত ছিলেন।
www.dawatulhaq.com