লগইন রেজিস্ট্রেশন

ব্যক্তি জীবনে সুন্নতের অনুশীলনের মাধ্যমে সর্বক্ষেত্রে সুন্নতের বাস্তবায়ন সম্ভব:মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান

লিখেছেন: ' মাসরুর হাসান' @ রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০১২ (২:০২ অপরাহ্ণ)

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর,গুলশান সেন্ট্রাল মসজিদের খতীব, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান দা. বা. বলেছেন, ব্যক্তি জীবনে সুন্নতের অনুশীলনের মাধ্যমে সর্বক্ষেত্রে সুন্নতের বাস্তবায়ন সম্ভব। যদি আমাদের ব্যক্তিজীবন সুন্নত মোতাবেক হয়ে যায় তাহলে সমাজ রাষ্ট্রের সর্বক্ষেত্রে সুন্নত তথা শান্তি-শৃংখলা ফিরে আসবে। মানুষের নামায, রোযা,আযান, ইকামত, সালাম, ইবাদাত, মুয়ামালাত সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নত তরীকায় করার প্রশিক্ষণের লক্ষে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহ. মজলিসে দাওয়াতুল হক নামে কার্যক্রম শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় আমাদের দেশের বুযুর্গানে দীন এ কাজ করে গেছেন, আমরাও করে যাচ্ছি।
তিনি সম্প্রতি বিভিন্ন জেলায় মজলিসে দাওয়াতুল হকের ইজতিমায় এসব কথা বলেন।
বগুড়া
বগুরা জেলা মজলিসে দাওয়াতুল হকের ইজতিমা গত ৩/২/১২ ইং শুক্রবার বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। ইজতিমায় মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান, জামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সবুর, মাওলানা আব্দুল হক আজাদ, কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মনওয়ার হুসাইন প্রমুখ বক্তব্য রাখেন। আমিরে দাওয়াতুল হক সকালে ইজতিমায় বয়ান শেষে কারবালা মাদরাসায় জুমার নামাযে ইমামতি করেন। এরপর কয়েকটি মাদরাসা পরিদর্শন ও দোয়া শেষে বাদ মাগরিব জামিল মাদরাসায় এসলাহী মজলিসে বক্তব্য রাখেন। বাদ ইশা তাফসীরুল কুরআন সংস্থা বগুড়া জেলার উদ্যোগে আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে বক্তব্য রাখেন। মাহফিল শেষে গভীর রাতে জামিল মাদরাসায় বুখারী শরীফের দরস প্রদান করেন। মাহফিলগুলোতে উত্তর বঙ্গের বিশিষ্ট উলামা মাশায়েখ, মাদরাসার মুহতামিম আসাতিযা তালাবা ও সর্ব¯Íরের মুসলিøয়ানে কেরাম অংশ গ্রহণ করেন।
কুমিল্লা
কুমিল্লা জেলা দাওয়াতুল হকের ইজতিমা গত ৬/২/১২ ইং পাদুয়ার বাজার বিশ্বরোড জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় অনুষ্ঠিত হয়। ইজতিমায় আমন্ত্রিক অতিথি ছিলেন। কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের সভাপতি ও হাটহাজারী মাদরাসার মুহতামিম শাইখুল হাদীস আল্লামা শাহ আহমাদ শফি, দাওয়াতুল হকের আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান, প্রবীণ আলেমে দীন শাইখুল হাদীস আল্লামা আশরাফ আলী, মাওলানা আব্দুল মতিন ঢালকানগর, মুফতী আবু সাঈদ, ফরিদাবাদ।
বৃহত্তর ফরিদপুর
বৃহত্তর ফরিদপুর দাওয়াতুল হকের দিনব্যাপী ইজতিমা গত ১১/২/১২ শিবচর মাদারিপুর জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় অনুষ্ঠিত হয়।
এতে আমিরে দাওয়াতুল হক মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান দা. বা., জনাব প্রফেসর হামিদুর রহমান, পীরে কামেল মাওলানা উমর আহমাদ পীর সাহেব গওহরডাঙ্গা, আল্লামা ইমরান মাযহারী, ঢাকা, মুফতী রুহুল আমীন মুহতামিম গওহরডাঙ্গা মাদরাসা,মাওলানা আব্দুল মতিন ঢালকানগর, আল্লামা নেয়ামতুল্লাহ আল ফরিদী সহ স্থানীয় উলামাগণ বক্তব্য রাখেন।

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ১৮ তম মারকাজী ইজতিমা
মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের দুইদিন ব্যাপী ১৮ তম মারকাজী ইজতিমা ইনশাআল্লাহ আগামি ২৩ ও ২৪ ফেব্রুয়ারী দাওয়াতুল হক বাংলাদেশের মারকাজ ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসায় অনুষ্ঠিত হবে। ‍মহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক হারদুঈ রহ.-এর খুলাফা,শীর্ষস্থানীয় উলামা মাশায়েখগনের বয়ান এবং নামাজ,ওজু,আজান,ইকামাত,সালাম ইত্যাদীর আমলী মশক হবে।ইজতিমার বয়ান www.dawatul-haq.com সরাসরি সম্প্রচার করা হবে।সকলে আমন্ত্রিত।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১৩৬ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ১.৫০)

১ টি মন্তব্য

  1. “হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহ. মজলিসে দাওয়াতুল হক নামে কার্যক্রম শুরু করেছিলেন” এই কথার পক্ষে কোন দলীল আছে?