ধর্মীয় মূল্যবোধের চর্চাই জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে
লিখেছেন: ' মাসরুর হাসান' @ শনিবার, জুন ২৩, ২০১২ (১:৩০ পূর্বাহ্ণ)
২২ জুন ২০১২ রাজধানীর যাত্রাবাড়ী বড় মাদরাসার বিদায়ী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান ‘খতমে কুরআন ও খতমে বুখারী এবং দোয়ার মাহফিল’ অনুষ্ঠিত হয়। যাত্রাবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ার প্রিন্সিপ্যাল, গুলশান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমূদুল হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন প্রখ্যাত আলেম, উলামা ও পীর মাশায়েখগণ। উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মাদ এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী রুহুল আমীন হাওলাদার এবং রাজধানীর বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, সমাজকর্মী ও বুদ্ধিজীবীবৃন্দ। মাহফিল ও মুনাজাতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ শরিক হন।
হাফেজ, মাওলানা, মুহাদ্দিস, মুফতী ও আরবী সাহিত্য বিভাগের শিক্ষাসমাপ্তকারী ৭ শতাধিক বিদায়ী ছাত্রকে সনদ-সম্মাননা, পাগড়ি প্রদান করেন মাদরাসার মুহতামিম মাওলানা মাহমূদুল হাসান। সভাপতির ভাষণে তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধের সূরক্ষাই পারে বাংলাদেশকে রক্ষা করতে। ইসলামী আদর্শের চর্চার মাধ্যমেই দেশ ও জাতি ধ্বংস ও নৈরাজ্যের হাত থেকে বাঁচতে পারে। দীনি শিক্ষার অনুসরণেই মানুষের ব্যক্তিগত জীবন; পরিবার সমাজ ও রাষ্ট্রে শান্তি আসতে পারে। অশান্তি অপরাজনীতি, দুঃশাসন, অবিচার ও দুর্নীতিমুক্ত দেশ চাইলে দল মত নির্বিশেষে সকলকে আল্লাহ ও রাসূল সা.-এর পথে আসতে হবে। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।