মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ১৯ তম মারকাজী ইজতিমা
লিখেছেন: ' মাসরুর হাসান' @ রবিবার, ফেব্রুয়ারি ৩, ২০১৩ (১১:৩৩ পূর্বাহ্ণ)
মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের দুই দিন ব্যাপী ১৯ তম মারকাজী ইজতিমা ইনশাআল্লহ আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারী ২০১৩ ইং রোজ বৃহস্পতি ও শুক্রবার, প্রথম দিন সকাল ৯টা হতে দ্বীতিয় দিন আসর পর্যন্ত, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের মারকাজ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া ৩১২,দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকায় (যাত্রাবাড়ী বড় মাদরাসা)অনুষ্ঠিত হবে। ইজতিমায় ইসলাহী আলোচনা ও সালাম,ওজু,আজান,ইকামাত,নামাজ ইত্যাদি আমলের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে।
মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের সকল হালকার আমীর,নায়েবে আমীর,কর্মীবৃন্দ,ইমাম,মুয়াজ্জিন,উলামা-মাশায়েখ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত করছি।
অনুষ্ঠানটি www.dawatul-haq.com সরাসরি অডিও সম্প্রচার করা হবে।
৭৭ বার পঠিত