www.dawatul-haq.com
লিখেছেন: ' মাসরুর হাসান' @ রবিবার, জুলাই ২৫, ২০১০ (৯:০৪ পূর্বাহ্ণ)
আজ ২৪-৭-২০১০ বাদ মাগরিব ঐতিহ্যবাহী জামিয়া দারুল উলুম মতিঝিল (কলোনী)মাদরাসার খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোওয়ার মাহফিলে অনুষ্ঠিত হবে। মজলিসে দাওয়াতুলহক বাংলাদেশের আমির গুলশান সেন্ট্রাল মসজিদের খতীব মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান এতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখবেন।
www.dawatul-haq.com এই অনুষ্ঠান সরাসরি শোনা যাবে।
আগামি ৩০ জুলাই শুক্রবার ঢাকার ঐতিহ্যবাহী যাত্রবাড়ী মাদরাসার খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোওয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। মজলিসে দাওয়াতুলহক বাংলাদেশের আমির গুলশান সেন্ট্রাল মসজিদের খতীব মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দা:বা:এতে বুখারী শরীফের শেষ দরস দিবেন।www.dawatul-haq.com অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
৭২৮ বার পঠিত
আস-সালামু আলাইকুম,
দাওয়াতুল হকের কার্যক্রম সম্বন্ধে সংক্ষিপ্ত বলতে পারেন , আমাদের মধ্যে যারা এ বিষয়ে জ্ঞাত নই, তাদের সুবিধা হবে ।