তাফসীরুল কুরআন মাহফিল
লিখেছেন: ' মাসরুর হাসান' @ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩০, ২০১০ (৬:৩০ অপরাহ্ণ)
প্রতি বৃহ:বার মাগরিবের পর থেকে এশা পর্যন্ত যাত্রাবাড়ী মাদরাসা মসজিদে নিয়মিত তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মজলিসে দাওয়াতুলহক বাংলাদেশের আমির গুলশান সেন্ট্রাল মসজিদের খতীব মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান এতে তাফসীর করেন।www.dawatul-haq.com অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
৩৯ বার পঠিত