মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের মারকাজী তরবিয়তী ইজতিমা
লিখেছেন: ' মাসরুর হাসান' @ রবিবার, ফেব্রুয়ারি ২৭, ২০১১ (১:০৪ অপরাহ্ণ)
আগামী ৩.৪ মার্চ রোজ বৃহ:-শুক্রুবার মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ১৭ তম বার্ষিক মারকাজী তরবিয়তী ইজতিমা মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের মারকাজ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া ৩১২ দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি www.dawatul-haq.com-এসরাসরি সম্প্রচার করা হবে।আপনি আমন্ত্রিত।
প্রথম দিন সকাল ৯ টা হতে দ্বিতীয় দিন আসর পর্যন্ত।
৮৫ বার পঠিত
ইনশাআল্লাহ শুক্রবার আসব। আল্লাহ তায়ালা উক্ত ইজতিমাকে কবুল করূন। আমীন।
অনেষ্ঠানে কি কি বিষয় থাকবে ?