সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠায় মহানবী (স.)
লিখেছেন: ' md.jamaluddin' @ শনিবার, জুন ১১, ২০১১ (১০:৫৬ পূর্বাহ্ণ)
ইসলাম পূর্ব যুগে আরবদের মধ্যে যুদ্ধ -বিগহের এক সুদীর্ঘ ও অসমাপ্য ধারা চলমান ছিলো। এর ভেতর সবচেয়ে ভয়ংকর ও মশহুর ছিল ফুজ্জারের যুদ্ধ। এই যুদ্ধ কুরাইশ ও কায়েস গোত্রসমূহের মধ্যে সংঘটিত হয়। এভাবে অবনরত যুদ্ধ-বিগ্রহের ফলে আরবের শত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছিলো। এই যুদ্ধের পর কিছু কল্যানকামী লোক এর প্রতিকারের জন্যে একটা আন্দোলন শুরু করেন। হযরত মুহাম্মদ (স.) এর চাচা জুবাইর ইবনে আবদুল মুত্তালিব পরিস্থিতি দ্রুত শোধরাবার জন্যে কিছু বাস্তবধর্মী কাজের প্রস্তাব নিয়ে এগিয়ে এলেন। এর কিছুদিন পর কুরাইশ খান্দানের নেতৃস্থানীয় ব্যক্তিগণ জমায়েত হয়ে নিম্নোক্ত চুক্তি সম্পাদন করেন ঃ
১.আমরা দেশ থেকে অশান্তি দূর করবো। ২.পথিকের জান-মালের হেফাজত করবো।৩.গরীরদের সাহায্য করতে থাকবো।৪.মজলুমের সহায়তা করে যাবো।৫.কোনো জালেমকে মক্কায় আশ্রয় দেব না। এই চুক্তিতে হযরত মুহাম্মদ (স.) ও অংশগ্রহণ করেন এবং তিনি অত্যন্ত আনন্দিত হন। নবুয়্যাতের জামানায় এ চুক্তি সম্পর্কে তিনি মন্তব্য করেনঃআজো যদি কেউ ঐরুপ চুক্তির জন্যে আমাকে আমন্ত্রণ জানায় তাতে সাড়া দিতে আমি প্রস্তুত।
হাফেজ মোঃ জামালুদ্দীন,ছাত্র, জামিয়া মালিবাগ , ও বিসমিল্লাহশাহ ফাজিল মাদ্রারাসা ফরিদপুর।
e-mail: jamal.mohammad17@yahoo.com.01721-158259
তথ্য্ সূত্র কই ?