গাইরে মুকাল্লিদ(আহলে হাদীস নামধারী)দের ভ্রান্ত আকীদা এবং এদের চেনার উপায়
লিখেছেন: ' Mohammad Fourkan Hamid' @ বৃহস্পতিবার, এপ্রিল ৫, ২০১২ (২:০৯ পূর্বাহ্ণ)
যেসব মুসলমান ভাই ইসলাম সম্পর্কে ভালো করে জানেন না তাদের কুর’আন-হাদীসের মনগড়া ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে কথিত আহলে হাদীসরা। তাই এদেরকে চিনে রাখা প্রত্যেক মুসলমান ভাইদের জন্য অতিজরূরি। তা না হলে ঈমান হাইজ্যাক হয়ে যেতে পারে। নিম্নে তাদের ভ্রান্ত আকীদা তুলে ধরা হলোঃ
১। তারা তিন তালাককে এক তালাক গন্য করেন এবং তিন তালাক দেওয়ার পরও বিবাহ-তাহলীল ছাড়া মিলিয়ে দেন!
২। তারাবীহ ও তাহাজ্জুদ একই নামায মনে করেন!
৩। তারাবীহ ২০ রাকাত নয়, ৮ রাকাত পড়েন!
৪। পবিত্র কুরআন বিনা উজুতে স্পর্শ করা জায়েয মনে করেন!
৫। রাসূল (সা) এর উসিলা দিয়ে দোয়া করাকে নাজায়েয মনে করেন!
৬। তারা নারী-পুরূষ একই নিয়মে নামায আদায় করেন! পুরুষেরা বুকের উপর হাত বাঁধেন এবন মেয়েরা পুরূষের ন্যায় রূকূ-সিজদাহ করে থাকে!
৭। তারা ইমামের সূরা ফাতিহা শেষ হলে ইমাম-মুক্তাদী সবাই জোরে আমীন বলেন!
৮। তারা রুকূতে যেতে এবং রুকূ থেকে উঠতে তাকবীরে তাহরীমার ন্যায় দুই হাত উঠান!
৯। তারা নামাযে মাথায় টুপি পরাকে প্রয়োজনীয় মনে করেন না!
১০। তারা বিতরের নামায সাধারণত এক রাক’আত পড়ে থাকেন!
১১। তারা শবে বরাতের ফযীলতকে অস্বীকার করে থাকেন।
১২। তারা রাতের বিশেষ ইবাদাত-বন্দেগীকে বিদ’আত বলেন!
১৩। তারা ঈদের নামায ১২ তাকবীরে আদায় করেন।
১৪। তারা মাযহাব মানাকে শিরক-বিদ’আত বলেন!
১৫। তারা দেওবন্দী-কাওমী-তাবলীগি সবাইকে পথভ্রষ্ট বলে থাকেন এবং নিজেদেরকে একমাত্র হক বলে মনে করেন।
১৬। মাযহাবের চার ইমাম [ইমাম আবু হানীফা (র),ইমাম শাফেয়ী (র), ইমাম আব্দুল মালেক (র) এবং ইমাম আহমেদ ইবনে হাম্বল (র)] দেরকে বিদ’আতী বলে থাকেন এবং তাদের চরিত্র হননের কাজে লিপ্ত থাকেন।
১৭। দেওবন্দের আলেমদের বিশেষ করে আশরাফ আলী থানভী (র) এর বিরুদ্ধে প্রচারণা চালান।
১৮। এরা নাসির উদ্দীন আলবানী এবং বর্তমানে ডা. জাকির নায়েকের অন্ধ ভক্ত!
সূত্রগুলো উল্লেখ করলে ভাল হত।
@আবদুস সবুর, সহমত। তবে উপরের ১৮টি পয়েন্ট আমার ব্যাক্তিগত সংগ্রহ। আরো অনেক পয়েন্ট রয়ে গেছে যা সময়ের অভাবে লিখতে পারি নি। সংগ্রহ করেছি মাসিক আদর্শ নারী[জুন-২০১১], jamiatulasad.com, peaceinislam.com, দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগ, আহলে হাদীস নামধারীদের বিভিন্ন লিফলেট এবং আমার আহলে হাদীসের অনুসারী কিছু বন্ধুর কাছ থেকে। সর্বোপরি ডা. জাকির নায়েকের লেকচার থেকেও যেহেতু তিনি এই মত প্রচারকারী।
১৮। এরা নাসির উদ্দীন আলবানী এবং বর্তমানে ডা. জাকির নায়েকের অন্ধ ভক্ত!
এদের ভন্ডামী আলোচনা করে শেষ করতে পারবেন না। আরো লিখুন।
১৯। তারা পর্দায় মেয়েদের মুখ খোলা রাখা জায়েয মনে করেন!
২০। এরা সালাতুত তাসবীহ নামাজকে অস্বীকার করে এবং বিদআত মনে করে!
২১। এরা নামাজের শেষে হাত তুলে দোয়া করাকে বিদআত মনে করেন!