লগইন রেজিস্ট্রেশন

আপনার স্ত্রীকে ভালবাসুন

লিখেছেন: ' Mohammad Fourkan Hamid' @ সোমবার, মে ১৪, ২০১২ (১:১১ পূর্বাহ্ণ)

(وَعَا شِرُوْاهُنَّ بِاالْمَعْرُوْفِ (نساء-١٩
অর্থঃ- তাদের (তোমাদের স্ত্রীদের) সাথে সদ্ভাবে অবস্থান কর| ( নিসা, আয়াত-১৯)

هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَاَنْتُمْ لِبَاسٌلَّهُنّ (البقرة -١٨٧
… অর্থঃ- তারা (তোমাদের স্ত্রীরা) তোমাদের জন্যে আবরণ, তোমরা তাদের জন্যে আবরণ|(বাক্বারা,আয়াত-১৮৭)

স্ত্রী কে ভালবাসুন…যখন সে আপনার চায়ে ছোট একটি চুমুক দেয়। কারণ, সে নিশ্চিত হতে চায় চা টি আপনার পছন্দ মত হয়েছে কিনা।

স্ত্রী কে ভালবাসুন…যখন সে আপনাকে নামাজ পড়তে জোর করে। কারণ সে আপনারই সাথে জান্নাতে যেতে চায়।

স্ত্রী কে ভালবাসুন…. কারণ সে আপনার সন্তানের দুধপানকারিণী, লালন-পালনকারিণী, সে না থাকলে এতসব করতে পারতেন?

স্ত্রী কে ভালবাসুন…যখন সে আপনাকে সন্তানদের সাথে খেলা করতে বলে। কারণ সন্তানদের অভিভাবক সে একা নয়।

স্ত্রী কে ভালবাসুন…যখন সে আপানাকে নিয়ে ঈর্ষান্বিত হয়। কারণ, সে অন্য সমস্ত মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেঁছে নিয়েছে।

স্ত্রী কে ভালবাসুন…যখন তার কিছু দোষ ত্রুটি আপনাকে বিরক্ত করে। কারণ, আপনারও এমন অনেক দোষ ত্রুটি রয়েছে।

স্ত্রী কে ভালবাসুন…যখন তার রান্না খারাপ হয়। কারণ, সে ভাল রান্নার চেষ্টা করেছে।

স্ত্রী কে ভালবাসুন…যখন সকাল বেলায় তাকে উষ্কখুষ্ক দেখায়। কারণ, সে আবার আপানরই জন্য সাজগোজ করবে।

স্ত্রী কে ভালবাসুন…যখন সে আপনাকে সন্তানের লেখাপড়ায় সাহায্য করতে বলে। কারণ সে চায় আপনাকে সংসারের অংশ হিসেবে পেতে।

স্ত্রী কে ভালবাসুন…যখন সে জানতে চায় তাকে মোটা লাগছে কিনা। কারণ, আপনার মতামত তার কাছে অনেক গুরুত্বপূর্ণ; এজন্য তাকে বলুন সে সুন্দর।

স্ত্রী কে ভালবাসুন…যখন তাকে সুন্দর দেখায়। কারণ সে আপনারই, তাই প্রশংসা করুন।

স্ত্রী কে ভালবাসুন…যখন সে তৈরি হতে দীর্ঘ সময় পার করে দেয়। কারণ সে চায় তাকে আপনার চোখে সবচেয়ে সুন্দর লাগুক।

স্ত্রী কে ভালবাসুন…যখন সে এমন কোন উপহার দেয় যা আপনার পছন্দ হয়নি। কারণ সে আপনাকে খুশি করতে চায়, তাই তাকে বলুন, ঠিক এমন উপহারই আপনার প্রয়োজন ছিল।

স্ত্রী কে ভালবাসুন…যখন তার মধ্যে কোন বদঅভ্যাস গড়ে ওঠে। কারণ আপনারও এমন অনেক বদঅভ্যাস রয়েছে; প্রজ্ঞা আর কোমলতার সাথে তার সেই বদঅভ্যাস পরিবর্তন করানোর সময় এখনো আপনার আছে।

স্ত্রী কে ভালবাসুন…যখন সে অকারণেই কাঁদে। তাকে বলুন সব ঠিক হয়ে যাবে।

স্ত্রী কে ভালবাসুন…যখন সে PMS বা মাসিক অবসাদ এ ভোগে। তার জন্য চকলেট আনুন, তার পায়ের পাতায় ও কোমরে মালিশ করে দিন, এবং তার সাথে নিছকই গল্প করুন (বিশ্বাস করুন এতে কাজ হয়!)

স্ত্রী কে ভালবাসুন…যদি সে অসন্তোষজনক কিছু করে ফেলে। এরকম হতেই পারে এবং এর রেষ একসময় কেটেও যাবে।

স্ত্রী কে ভালবাসুন…যখন সে আপনার কাপড়ে ভুলবশতঃ দাগ লাগিয়ে ফেলে। একটি নতুন জামা আপানি এমনিতেও কিনতেন।

স্ত্রী কে ভালবাসুন…যখন সে আপনাকে বলে আপনার কিভাবে ড্রাইভ করা উচিৎ। সে শুধু চায় আপনি নিরাপদে থাকুন।

স্ত্রী কে ভালবাসুন…যখন সে তর্ক করে। সে তাই চায় যা আপানাদের দুইজনের জন্যই ভাল হয়।

স্ত্রী কে ভালবাসুন…সে শুধু আপনারই। এটি ছাড়া তাকে ভালবাসার অন্য কোন বিশেষ কারণেরও প্রয়োজন নেই!!!

এই সবই নারীসুলভ স্বাভাবিক বৈশিষ্ট্য। আর স্ত্রী আপনার জীবনেরই একটি অংশ যাকে রানীর মত মর্যাদা দেওয়া উচিৎ।
মহানবী (সাঃ) নারীদের বিষয়ে উপদেশ দিয়েছেনঃ

• তোমরা স্ত্রীদের জন্য মঙ্গলকামী হও (বুখারী ৩৩৩১, মুসলিম ৪৭)
• তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম (তিরমিজি ১১৬২)
বিদায় হজ্জ এ নবী (সাঃ) আল্লাহর প্রশংসা ও স্তুতি বর্ণনা করে উপদেশ ও নসিহত দান করে বলেনঃ

তোমাদের স্ত্রীদের সাথে সদ্ব্যবহার কর।…তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার রয়েছে, অনুরূপ তোমাদের উপর তোমাদের স্ত্রীদের অধিকার রয়েছে। তোমাদের অধিকার হল, তারা যেন তোমাদের বিছানায় ওই সব লোককে আসতে না দেয় যাদেরকে তোমরা অপছন্দ কর এবং তারা যেন ওই সব লোককে তোমাদের বাড়ীতে প্রবেশ করার অনুমতি না দেয় যাদেরকে তোমরা অপছন্দ কর। তোমাদের উপর তাদের অধিকার এই যে, তাদেরকে ভালরূপে খেতে-পরতে দেবে। [তিরমিজি ১১৬৩, ইবনু মাজাহ ১৮৫১; তাহকীক রিয়াযুস স্বালেহীন পৃষ্ঠা ১৬০]

সর্বপরি আমরা স্ত্রীদের জন্য রব্বুল আলামীনের দরবারে দুআ করি তারা যেন আমাদের “চক্ষু শীতল ও দীল ঠান্ডা কারিনী” হয়ে যায়|
رَبَّنَا هَبْلَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُّرَةَ اَعْيُنً وَّجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
উচ্চারণঃ- রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া-যুররিয়্যাতিনা ক্বুর-রতা আ’ইনিউ ওয়াজ আলনা লিল্ল মুত্তাকীনা ইমামা (ফুরক্বান, আয়াত- ৭৪)
অর্থঃ- হে আমাদের রব্, আমাদের জন্যে এমন স্ত্রী ও সন্তান-সন্ততী দান করুন যারা আমাদের চক্ষুশীতলকারী হবে ও আমাদের কে খোদাভীরুদের ইমাম বানিয়ে দিন|

লেখকঃ আব্দুল কাহ্হার ইবনে খলীল
লেখাটি এখান থেকে নেওয়া…
http://www.islamforuniverse.com/archives/1484

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৩৮০ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৪.৬৭)

১২ টি মন্তব্য

  1. ধন্যবাদ এই লেখার জন্য।
    যাযাকাল্লাহ খায়র।

  2. ভাই কি বিবাহ করেছেন?

    হাফিজ

    @guest, মনে হয় না, বিবাহিত মানুষের মধ্য থেকে এমন যুগান্তকারী রসবোধ আসার কথা না :)

    মুসাফির

    @হাফিজ, কেন ভাই বিবাহ করে কি তিক্ত অভিজ্ঞতায় ভূগতেছেন না কি? :)

    guest

    @মুসাফির,লেখকের থেকে উত্তর আশা করেছিলাম।

    Mohammad Fourkan Hamid

    @মুসাফির ভাই, মনে হয়।

    Mohammad Fourkan Hamid

    @হাফিজ, সহমত।

    Mohammad Fourkan Hamid

    @guest, এর মুল লেখক বিবাহ করেছেন কিনা জানি না। তবে আমি করি নাই এখনো। করি নাই বলেই মনে হয় লেখাটি একটু বেশি ভালো লেগেছে। তাই আপনাদের সাথে রোমাঞ্চকর কথাগুলো শেয়ার করার জন্য এখানে পোষ্ট করলাম। :)

    guest

    @Mohammad Fourkan Hamid,হমম, কোন ন্যাড়ার কাছ থেকে বেলতলা যাবার কাহিনী শুনতে পারলে ভালো লাগত।

  3. খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ (F)

  4. সুন্দর লেখার জন্য ধন্যবাদ।

  5. সুন্দর হয়েছে। ধন্যবাদ ।