লগইন রেজিস্ট্রেশন

মাওলানা আশরাফ আলী থানভী (রহ) কে নিয়ে অভিযোগঃ জানতে চাই

লিখেছেন: ' Mohammad Fourkan Hamid' @ শুক্রবার, জানুয়ারি ১১, ২০১৩ (৮:০৬ অপরাহ্ণ)

কিছুদিন ধরে ফেইসবুক/ব্লগ এ কিছু লোক মাওলানা আশরাফ আলী থানভী (রহ) এর লেখা ‘হিফযুল ঈমান’ নামক বইয়ের ১টি পাতার স্ক্যান করা কপি দিয়ে অভিযোগ করে আসছেন আশরাফ আলী থানভী (রহ) নবীর শানে বেয়াদবী করেছেন। তাদের অভিযোগ, আশরাফ আলী থানভী (রহ) উপোরক্ত বইতে নিম্নোক্ত কথা লিখেছেন।
“নবীর (হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর) যদি কিছু ইলমে গায়েব থেকেও থাকে তাহলে এতে তাঁর বিশেষত্ব কী ? এমন ইলমে গায়েব তো সকল চতুষ্পদ জন্তু, পাগল ও শিশুরও আছে।”
[হিফজুল ঈমান, পৃষ্ঠা ৭]

আমার জানার ব্যাপার হলো, মাওলানা আশরাফ আলী থানভী (রহ) সত্যি এমন কথা লিখেছেন কি না? লিখলে কোন প্রেক্ষিতে এ কথা লিখেছেন, বিস্তারিত দ্রুত জানালে আমি খুবই উপকৃত হব।
কেউ এ ব্যাপারে ভাল জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।
উল্লেখ্য, কেউ কেউ বলেন ‘হিফজুল ঈমান’ ‘তাওহীদুল বয়ান’ বইয়ের ১টি অধ্যায়।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৬৫০ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)