লগইন রেজিস্ট্রেশন

শাহবাগীদের প্রথম শহীদ(?) রাজিব হায়দার_মুমিন নাকি কাফের

লিখেছেন: ' Mohammad Fourkan Hamid' @ রবিবার, ফেব্রুয়ারি ২৪, ২০১৩ (২:০৩ অপরাহ্ণ)

আমার আওয়ামী বন্ধুদের যদি বলি, তোমাদের শাহবাগী প্রথম শহীদ(হেসেই মরি) রাজিব হায়দার, যে ব্লগ এ ‘থাবা বাবা’ নামে লিখত, সে একটা নাস্তিক ছিল। ইসলাম কে নিয়ে অনেক বাঝে বাজে কথা লিখত। তখন আমার আওয়ামী বন্ধুরা আমাকে বলে এসব ‘শিবিরি গুজব’।
আচ্ছা। এখন দেখা যাক সে কি আসলেই নাস্তিক ছিল, নাকি তা শিবিরি গুজব???
আমি এর প্রমান পেশ করছি নাস্তিকদের ব্লগ ‘মুক্তমনা’ থেকে। এই ব্লগ এ ১৯ ফেব্রুয়ারী অভিজিত নামে আরেক নাস্তিক, যে কিনা শাহবাগী নেতাদের একজন, সে একখানা লেখা লিখেছে ‘থাবা বাবা’ বা রাজিব হায়দার কে নিয়ে। তাহলে চলুন দেখে আসি সে কি লিখেছে-
//”হুমায়ুন আজাদ, কিংবা হাল আমলের আসিফ মহিউদ্দীন কিংবা রাজীব হায়দার – এরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিঃসন্দেহে। রাজাকার আলবদর সহ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে অনবরত লিখেছেন। কিন্তু এর রাইরে এদের তিনজনেরই আরেকটি বিষয়ে মিল রয়েছে। এরা মুক্তবুদ্ধির(নাস্তিকতার) চর্চা করেছেন বা এখনো করছেন। হুমায়ুন আজাদ তো সারা জীবন ধরেই ধর্মীয় রূপকথাকে প্রশ্নবিদ্ধ করেছেন, ধর্মান্ধতা এবং কুসংস্কারের বিপরীতে প্রগতিশীলতার জয়গান গেয়েছিলেন। ব্লগার আসিফ এবং প্রয়াত রাজীব – যিনি ‘থাবা বাবা’ নামে বিভিন্ন জায়গায় ব্লগ করতেন (মুক্তমনাতেও তিনি মন্তব্য করেছেন এ নামে), তাদের লেখা থেকেও কিন্তু আমরা বুঝি যে তারা সেই পক্ষেরই। কেন কেবল এদের মতো লোকই আক্রান্ত হয়ে চলেছেন?”//

উপরের লেখা থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে রাজিব হায়দার এর পরিচয়। জানি এর পরেও আওয়ামী বন্ধুদের চোখ খুলবে না। আরেকটা কথা জানিয়ে রাখি। এই মুক্তমনা ব্লগ এর প্রোফাইল পিকচার দেওয়া হয়েছে, যাতে লেখা আছে-”ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে”। এ থেকেও বুঝা যায়- আসিফ মহিউদ্দিন, রাজিব, অভিজিত, জাফর ইকবাল এদের উদ্দেশ্য জামায়াত-শিবির নিষিদ্ধ করা নাকি সকল ইসলামী দল নিষিদ্ধ করা? জামায়াত-শিবির নিষিদ্ধ করলেও করতে পারে। কিন্তু ইসলামী রাজনীতির উপর যে হাত দিবে, তার হাত বাংলার মুসলাম কেটে কুত্তাকে খাওয়াবে।

উপরের লেখা থেকে এটাও বুঝা যাচ্ছে যে, কুরআ’ন-হাদীস এ বর্ণিত নবীদের কাহিনীকে রুপকথা বলে বিদ্রুপ করা হয়েছে।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১৫৩ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)