লগইন রেজিস্ট্রেশন

একটি কবিতা

লিখেছেন: ' Mohiuddin Masoom' @ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৪, ২০১১ (৪:০৭ অপরাহ্ণ)

পৃথিবী গড়ার শপথ
ফররুখ শুনিয়েছিলেন অপরিপক্ক মাঝির কাহিনী,
কিন্তু আমি মিসাল পেশ করতে নির্বাক হয়ে আছি,
সহস্র বছরের আলো-আঁধারির ঘটনা বলে কী বিপদেই না পড়েছে বটবুড়ো!
বুদ্ধিজীবীর ক্রমাগত কুঠারাঘাতে এখন সে ক্ষতবিক্ষত,
মুখে স্কচটেপ সেঁটে দেোয়া হয়েছে তার।
রাত যত গভীর হয় রাজপথ তত কুকুরের দখলে চলে যায়,
োদের দাম্ভিক চোখ রাঙ্গানিতে নিরীহ যুবক তটস্থ হয়ে কখনো পথ চলে,
আবার কখনো ঠাঁয় দাঁড়িয়ে থাকে।
আমার ক্যানভাসে কখনো মেটে রঙের চিত্রের আবহ, আবার কখনো প্রকীর্ণ রঙের মূর্ত ছবি;
কিন্তু এই আশা-নিরাশার দোলাচলে আর কত দিন?
আমি এইসব অনিয়ম ভেঙ্গে দিতে চাই, মুছে দিতে চাই সকল অসত্যের পরিমণ্ডল।
আমার সন্তানের জন্য শাশ্বত আলোয় আলোকিত পৃথিবী গড়ে যাব_এই আমার বজ্র-কঠিন শপথ
পৃবী গড়ার শপথ
ফররুখ শুিনয়েছিলেন অপরিপক্ক মাঝির কাহিনী,
কিন্তু আমি মিসাল পেশ করতে নির্বাক হয়ে আছি,
সহস্র বছরের আলো-আঁধারির ঘটনা বলে কী বিপদেই না পড়েছে বটবুড়ো!
বুদ্ধিজীবীর ক্রমাগত কুঠারাঘাতে এখন সে ক্ষতবিক্ষত,
মুখে স্কচটেপ সেঁটে দেোয়া হয়েছে তার।
রাত যত গভীর হয় রাজপথ তত কুকুরের দখলে চলে যায়,
তোদের দাম্ভিক চোখ রাঙ্গানিতে নিরীহ যুবক তটস্থ হয়ে কখনো পথ চলে,
আবার কখনো ঠাঁয় দাঁড়িয়ে থাকে।
আমার ক্যানভাসে কখনো মেটে রঙের চিত্রের আবহ, আবার কখনো প্রকীর্ণ রঙের মূর্ত ছবি;
কিন্তু এই আশা-নিরাশার দোলাচলে আর কত দিন?
আমি এইসব অনিয়ম ভেঙ্গে দিতে চাই, মুছে দিতে চাই সকল অসত্যের পরিমণ্ডল।
আমার সন্তানের জন্য শাশ্বত আলোয় আলোকিত পৃথিবী গড়ে যাব_এই আমার বজ্র-কঠিন শপথ

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৭৪ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

১ টি মন্তব্য

  1. কবিতাটি দুবার প্রকাশ হলো কেন-বুঝলাম না।