আমার দেশ-এ বদরুদ্দীন উমরের নারী
লিখেছেন: ' Mohiuddin Masoom' @ বৃহস্পতিবার, মার্চ ১০, ২০১১ (৬:৪৯ অপরাহ্ণ)
ফতোয়া নিয়ে সরকারের ভূমিকা অত্যন্ত দুৎখজনক। আজকের আমার দেশ-এ বদরুদ্দীন উমরের নারী-ফতোয়া নিয়ে লেখা প্রবন্ধটি পড়লাম। তিনি অযৌক্তিক কিছু পুরোনো কাঁসুন্দি ঘাঁটা ছাড়া নতুন কিছুই লেখতে পারেন নি। তিনি মনে করেছেন_ তার মতো স্টুপিড সেন্স নিয়ে এদেশের বুদ্ধিমান নারীরা চলে। আমি নিজেো বেশ কজন সচেতন নারীর সাথে এব্যাপারে কথা বলেছি-যারা কেউই তারসাথে একমত নন। জনাব উমর, এব্যাপারে মন্তব্য করার আগে শিক্ষিত মুসলিম নারীদের মতামত নিয়ে তবেই লেখালেখি করবেন। আপনার আজকের প্রবন্ধটি দৈনিক আমার দেশের একজন পাঠক হিসেবে গভীর ঘৃণার সাথে প্রত্যাখান করলাম।
৭৫ বার পঠিত
আপনার আজকের প্রবন্ধটি দৈনিক আমার দেশের একজন পাঠক হিসেবে গভীর ঘৃণার সাথে প্রত্যাখান করলাম।
জনাব উমরের মন্তব্য গুলি কি দিলে ভাল হত।
@rasel ahmed,ঠিক বলেছেন।মন্তব্য গুলি অথবা লিংক দিলে ভাল হত।ধন্যবাদ