আসুন প্রতিবাদ করি—–
লিখেছেন: ' মুনিম' @ শুক্রবার, অগাষ্ট ২০, ২০১০ (৭:২১ অপরাহ্ণ)
আস-সালামু- আলাইকুম,
প্রিয় বন্ধুরা,
আপনারা জানেন, বাংলাব্লগ গুলোতে মুক্তবুদ্ধি চর্চার নামে বা কথা বলার স্বাধীণতার নামে, এক শ্রেণীর
এন্টি-ইসলামিরা-আল্লাহকে, রাসুল সাঃকে ও আমাদের পবিত্র কোরআনকে, প্রতিমুহূর্ত্যে জগন্য ভাষায় আক্রমণ করে চলছে!
আপনি কি চান, পৃথিবীর ২০ কোটি মুসলিম বাঙ্গালীদের ভাষায় আল্লাহ, রাসুল সঃ ও কোরআনের অপমাননা হোক?
যদি না চান, তাহলে আসুন- প্রতিবাদ জানাতে এই পিটিশনে সাইন করে-বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বাংলাব্লগে এই ধরণের এন্টি-ইসলামি ততপরতা বন্ধের দাবি জানান।
বিঃদ্রঃ এই পিটিশনের url কে কপি করে আপনি ইমেলের মাধ্যমে আপনার পরিচিতজন দের কাছে পাঠান। তারা যাতে এই পিটিশনে সাইন করেন তাতে উতসাহিত করুন।
ধন্যবাদ।
২৬৬ বার পঠিত
আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। যাদের অন্তরে সামান্যতম ঈমান বিদ্যমান তাদের উচিত এতে অংশ গ্রহন করা।আল্লাহ সুবহানাল্লাহ তালা আমাদের সহাহ হউন- আমীন।
@মুজিব৭, সহমত ।
@মুজিব৭ ঠিক বলেছেন ভাই। এটি একটি সম্মিলিত আন্দোলন। এখানে সবাইকে সমেবত ভাবে প্রচেষ্ঠা নিতে হবে। যদিও এখন পর্যন্ত তেমন ভাবে সাড়া পাচ্ছিনা। তবে আমিসা আশাবাদি অচিরেই সবাই আসবেন।এবং এই পিটিশনকে সারা পৃথিবীর বাংলা ভাষী মুসলিমদের কাছে পৌছাইয়া দিবেন। মা আস সালাম।
@মুনিম,
ভালো বলেছেন।
@মুজিব৭,
সহমত
আপনার এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই ।