সদকাতুল ফিতরার পরিমান ও সমাধান
লিখেছেন: ' মুহম্মদ তুষার' @ মঙ্গলবার, সেপ্টেম্বর ৭, ২০১০ (৯:১০ পূর্বাহ্ণ)
আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছদকাতুল ফিতরের পরিমাণ সম্পর্কে ইরশাদ করেন- “হযরত আব্দুল্লাহ ইবনে সা’লাবা অথবা সা’লাবা ইবনে আব্দুল্লাহ ইবনে আবু সুআইর উনার পিতা হতে বর্ণনা করেন যে, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, এক সা’ গম বা আটা দু’ব্যক্তির পক্ষ থেকে আদায় করতে হবে- ছোট হোক বা বড় হোক, আযাদ হোক বা গোলাম হোক এবং পুরুষ হোক বা মহিলা হোক।” (আবূ দাউদ শরীফ, মিশকাত শরীফ)
সদকাতুল ফিতরার পরিমান অর্ধ সা’ আটা, অর্ধ সা’ বলতে ১ সের সাড়ে ১২ ছটাক বুঝানো হয়েছে, যা গ্রাম হিসাবে ১৬৫৭ গ্রাম (প্রায়) হয়।
যাদের উপর ছদকাতুল ফিতর ওয়াজিব অর্থাৎ ঈদের দিন ছুব্হে ছাদিকের সময় যাদের নিকট নিছাব পরিমাণ (সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা এর সমপরিমাণ মূল্য যা বর্তমানে ৭৫৮ টাকা তোলা হিসেবে ৩৯,৭৯৫ টাকা) সম্পদ থাকে, তাদের প্রত্যেককেই উল্লিখিত ১ সের সাড়ে ১২ ছটাক বা ১৬৫৭ গ্রাম আটা বা তার মূল্য দান করতে হবে।
দেশের বিভিন্ন এলাকায় আটার দাম বিভিন্ন রকম। কাজেই যাদের উপর ছদকাতুল ফিতর ওয়াজিব, তাদেরকে বর্তমান মূল্য হিসাবে একসের সাড়ে বার ছটাক বা ১৬৫৭ গ্রাম আটার মূল্য হিসাবে দিতে হবে।
এ বছর ঢাকা শহরে ভাল আটা ৩০.০০ টাকা কেজি। এবার হিসাব করি কিভাবে ফিতরার পরিমান নির্ধারণ করতে হবে।
১ কেজি বা ১০০০ গ্রাম আটার মূল্য ৩০.০০ টাকা।
প্রতি গ্রাম আটার মূল্য ৩০.০০÷১০০০= ০.০৩০ টাকা
১৬৫৭ গ্রাম আটার মূল্য ১৬৫৭ x০.০৩০=৪৯.৭১ টাকা অর্থাৎ ৫০ টাকা (প্রায়)। এর কম দেয়া যাবে না। তবে ইচ্ছা করলে বেশি দিতে পারবে।
শুধুমাত্র গম তথা আটার মূল্যে ছদকাতুল ফিতর আদায় করতে হবে। অন্যকিছু দিয়ে ছদকাতুল ফিতর আদায় করা যাবে না।
গম ও আটা এ দুয়ের মধ্যে আটা দান করার মধ্যে গরীবদের ফায়দা বা উপকারিতা বেশি। কারণ এতে গরীবদের বাড়তি কোন শ্রম, ব্যয় ও ঘাটতি নেই। কিন্তু গমের মধ্যে শ্রম, ব্যয় ও ঘাটতি ইত্যাদি রয়েছে। যে কারণে এতে গরীবদের উপকার কম। ফলে, উন্নতমানের আটার মূল্যেই ছদকাতুল ফিতর আদায় করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন ফিতরা নির্ধারণী কমিটি ও তাদের মুফতী, মাওলানারা মিলে দেশের প্রধান খাদ্য চালের হিসাব অনুযায়ী যে ফিতরা নির্ধারণ করেছে যাকিনা সর্ম্পূণ মনগড়া যার ফলে ফিতরার পরিমান তারা ১০০ টাকা নির্ধারণ করে প্রথম এবং এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে তারা তা থেকে সরে আসে এবং আবার ভুল করে তারা আটার পরিমান ধরে ১৬৫০ গ্রাম যাকিনা ৭ গ্রাম কম। এই মাত্র ৭ গ্রামের জন্য মানুষের ফিতরার আমলটি বাতিল করার কি প্রয়োজন? অতএব ইসলমিক ফাউন্ডেশন ও তার মুফতী সাহেবদের জন্য ওয়াজিব হলো- তাদের প্রদত্ত ভুল ফতওয়ার ভুল স্বীকার করে তা প্রত্যাহার করে শুদ্ধ ও সঠিক ফতওয়া প্রচার করা।
যা বোঝেন না, তা নিয়ে কথা না বলাই ভালো! তাই না??
আল্লাহু আকবার, ১০০ জন ইহুদি ষড়যন্ত্রকারীর চেয়ে একজন ভুল ইসলাম ধর্ম-প্রচারক বেশি ক্ষতিকর।
@আবু আনাস,