এই “কেন”এর জবাব কি?
লিখেছেন: ' মুহম্মদ তুষার' @ শুক্রবার, সেপ্টেম্বর ৩, ২০১০ (১১:৩৮ পূর্বাহ্ণ)
কেন একজন ইহুদী, খৃষ্টান কিংবা বিধর্মী দাঁড়ি রাখলে সে তার ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছে বলা হয় অথচ একজন মুসলমান একই করলে সে একজন চরমপন্থী এবং উগ্রপন্থী কিংবা মধ্যযুগীয় মনমানসিকতা সম্পন্ন লোক বলে সম্বোধন করা হয়?
কেন একজন নান তার ধর্মীয় পোশাকে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখলে বলা হয় সে ঈশ্বরের জন্য নিজেকে উৎসর্গ করছে কিন্তু একজন মুসলমান নারী পর্দা করার জন্য বোরকা কিংবা হিজাব পরিধান করলে বলা হয় তিনি নির্যাতিত কিংবা সেকেলে?
কেন একজন পশ্চিমা অমুসলিম নারী তখন ঘর-সংসার ও সন্তানদের দেখাশুনা করার জন্য ঘরে অবস্থান করলে বলা হয় সে একজন আদর্শ নারী কারণ সে তার পরিবারের জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছে কিন্তু একজন মুসলিম নারী যখন একই কাজটি করলে বলা হয় তার স্বাধীনতা প্রয়োজন কিংবা নারী মুক্তি ব্যহত হচ্ছে?
কেন একজন সাধারণ মেয়ে যে কোন পোশাক (হোক সেটা শালীন কিংবা অশালীন) পরে যেকোন স্থানে বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে কোন বাধা দেয়া হয়না না কিন্তু একজন মুসলিম মেয়ে হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে তাকে বাধা দেয়া হয়?
কেন কোনো ইহুদী কিংবা খৃষ্টান কিংবা বিধর্মী কাউকে বিনা অপরাধে হত্যা করলে সে খুনী বা সস্ত্রাসী হয়না কিন্তু কোন মুসলমান অন্যায়ের প্রতিবাদ করলেই তাকে জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী ইত্যাদি বলে অভিহিত করা হয়?
কেন এর জবাবঃ
সকল প্রকার ইবাদত শুধুমাত্র এবং কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যে খাস করে নিতে হবে। নিজের জীবনে ইসলাম প্রতিষ্ঠা করে ইসলামী খিলাফা বাস্তবায়ন করতে হবে তারপর এই যতপ্রকার কেন এর জবাব দেওয়া যাবে। প্রকৃত মুসলমান আজকের যামানার কাফির, মুশরিকরা দেখেনি! যদি দেখতো তাহলে তারা এই বিষয়গুলো মুসলমানদের বিরুদ্ধে বলার চিন্তাও করতো না। আল্লাহ তাআলা ইসলাম দ্বারা আমাদের সম্মানিত করেছেন, ইসলামকে অসম্মানিত করে যদি আমরা অন্য উপায়ে সম্মান খুজে বেড়াই, বিভিন্ন পীর-ফকির বাবার পায়ে Kiss করে বেড়াই, কবরের সামনে যেয়ে মৃত ব্যক্তির নিকট দোয়া চাই, কুরআনের বিধানকে মান্য না করি, সুন্নাতকে অবজ্ঞা করি তাহলে যতদিন এই অবস্থা থাকবে ততদিন এই কেন এর কোন জবাব নেই!
@manwithamission,সহমত। ধন্যবাদ
@manwithamission,
আল কুরানকে অমান্য করে যতদিন আমরা ইহুদী,মোশরেক ও নাসারা দেরকে বন্ধু মনে করতে থাকব ততদিন এই ‘কেন’ এর কোন জবাব নেই।
আপনি সঠিক কথা বলেছেন,আমরা যত দিন আল কুরআনকে অমান্য করব এবং হযরত মোহামমদ (সাঃ)আদেশ,উপদেশ এবংসুননত অমান্য করে চলব এবং পাশচাত্য কে অনুসরন করব ততদিন এই’কেন’এর কোন জবাব থাকতে পারে না ।
@মুজিব৭,
এই “কেন” এর কোন জবাব না থাকলেও ‘এই কেন’ একটা জবাব দেয় – ইসলামই একমাত্র সত্য ধর্ম।