ফজরের নামাজের সময় পিছালো কেন?
লিখেছেন: ' Mujibur Rahman' @ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০১১ (৫:৪৫ অপরাহ্ণ)
গোটা রমজান মাসে সব মসজিদে ফজরের আজান ( যা নামাজের সময় নির্দেশ ও আহবান করে) স্থান ভেদে কয়েক মিনিট কমবেশীতে একই সংগে প্রচার করা হয়েছিল কিন্ত্তু রমজান শেষে কিছু মসজিদে আগের সময়ে আজান দেওয়া হলেও অনেক মসজিদে এই সময় ১৫ থেকে ২০ মিনিট পর নির্ধারণ করা হয়েছে। এর যৌক্তিকথা কোথায়? কারও জানা থাকলে দয়া করে বলবেন।
৬৩ বার পঠিত