নামাজে সূরা ফাতেহা পড়া জরুরী -মুক্তাদির জন্যেও
লিখেছেন: ' Mujibur Rahman' @ রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০১১ (১১:৩৩ পূর্বাহ্ণ)
আসসালামু আলাইকুম,
নামাজে সূরা ফাতেহা পড়া জরূরী এবং তা ইমামে পিছেনে হলেও পড়তে হবে।আমাদের অনেকে ইমামে পিছেনে সূরা ফাতেহা পড়েন না। আমি এ বিষয়ে কিছু হাদিস সহীহ মুসলিম শরীফ থেকে সরাসরি ইমেজ হিসেবে পেষ্ট করলাম।
৫০ বার পঠিত