লগইন রেজিস্ট্রেশন

পাঁচটি জরুরী হাদীস

লিখেছেন: ' Mujibur Rahman' @ সোমবার, জুন ১৪, ২০১০ (৯:৪১ পূর্বাহ্ণ)

সহীহ হাদিস ”আবু দাউদ শরীফ” এর মুখবন্ধ থেকে নেয়া
”আবু দাউদ শরীফ” এর মুখবেন্ধ ইমাম আবু দাউদ (রাহ) বলেছেন, আমি রাসুলুললাহ (সাঃ) এর ৫ লক্ষ হাদিস সংগ্রহ করেছি এর মধ্যে ৪ হাজার ৮ শত আমার সুনানে আবু দাউদে উল্লেখ করেছি। এ ৪হাজার থেকে শুধু মাত্র ৪টি হাদিস নির্বাচন করেছি। যা মানুষের দ্বীনদার হওয়ার জন্য যথেষ্ঠ।
১) নিয়ত অনুযায়ী আমলের প্রতিদান দেওয়া হবে ।
২) অনর্থক কথা ও কাজ না করাই ইসলামের সৌন্দর্য ।
৩) কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষন পর্যন্ত নিজের ভাইয়ের জন্য তাই ভালবাসবে যা নিজের জন্য পছন্দ করবে।
৪) হালাল স্পষ্ট বা পরিষ্কার এবং হারাম ও স্পষ্ঠ এর মধ্যে রয়েছে সন্দেহযুক্ত বস্তু। তাই যে ব্যক্তি সন্দেহযুক্ত বস্তু থেকে বেঁচে থাকল সে নিজের দ্বীন ও সম্মনকে বিমুক্ত রাখল।
তবে ইমাম আবু হানিফা (রহঃ) বহু আগেই এই ৪ টি হাদিস নির্বাচিত করে রেখে গিয়েছেন এবং এর সংগে আর একটি হাদিস নির্বাচন করেছিলেন–
৫) মুসলমান সে ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
২০৬ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)