শিক্ষা মণ্ত্রী বলেছেন…
লিখেছেন: ' Mujibur Rahman' @ বৃহস্পতিবার, অগাষ্ট ২৬, ২০১০ (১১:২৪ পূর্বাহ্ণ)
গতকাল ডেইলী স্টার পত্রিকায় শিক্ষা মণ্ত্রী বলেছেন,শিক্ষকদের স্কুলের মেয়েদের veil ( বোড়কা বা নেকাব?)পড়তে বাধ্য না করতে।এটা কিসের সূচনা? আলকুরআনে যেখানে বাহিরে গেলে মেয়েদেরকে চাদর পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনা আমাদেরকে কি ইউরোপয়ী মুসলমানদের মত অবস্থায় ফেলতে যাওয়ার সূচনা হতে পারে?
৮৩ বার পঠিত
এ ঘটনা আমাদেরকে কি ইউরোপয়ী মুসলমানদের মত অবস্থায় ফেলতে যাওয়ার সূচনা হতে পারে?
হ্যা হতে পারে, বর্তমানে পরিস্হিতি সেই দিকে যাচ্ছে মনে হচ্ছে ।
বাংলাদেশ, পরিকল্পিত kafirization-এর পথে আরেক ধাপ এগিয়ে গেল!
আমাদের বায়তুল মোকাররম মসজিদের সম্মানিত খতিব মহোদয় কি এবিষয়ে কোন বক্তব্য দিয়েছেন? বক্তব্য না দিয়ে থাকলে বক্তব্য প্রদান করা কি উচিত ছিল না? তাছাড়া আমাদের দেশের আলেম-ওলামাগণও এর কোন জোরালো প্রতিবাদ করেন নি কেন?
কেননা যেখানে হিজাবের বিষয়টি সরাসরি পবিত্র কুরআন শরিফ-এ এসেছে সেখানে-সবাই কেন নিশ্চুপ?
@Kabir, আমাদের বায়তুল মোকাররম মসজিদের খতিব মহোদয়ের কোন মনতব্য পাই নি। তবে মওলানা মুফতি আমিনী সহ অনেকে এর প্রতিবাদ পত্রিকায় পেয়েছি।যারা প্রকাশ্যে পবিত্র কুরআনের নির্দেশ অমান্য করে, কিংবা এর জন্য আইন প্রণয়নের সংগে জড়িত অথবা আদালতে উপস্থাপন করেন তারা কি কাফের নন? যারা এ ঘটনা জানার পর চুপচাপ বসে আসেন বা প্রতিবাদ করতেছেন না তারা ই বা ধর্মের দৃষ্টিতে কোন পর্যায়ে পড়েন?