লগইন রেজিস্ট্রেশন

শবে কদর-২৭শে রাত কি শুধু?

লিখেছেন: ' Mujibur Rahman' @ মঙ্গলবার, অগাষ্ট ৩১, ২০১০ (১০:৪৮ পূর্বাহ্ণ)

অনেক ওলামা রমজানের ২৭শে রাতকে শবে কদর মনে করলেও এর সমর্থনে কি কোন হাদিস আছে? যতটুকু জানি নবীজী(সাঃ)রাতটির সঠিক তারিখ সমপর্কে ভূলে গিয়েছিলেন( আল্লাহ পাক ভূল দিয়েছেন) এবং সাহাবীগণকে তা রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতে খুজতে বলেছেন।কিন্তু আমরা অধিকাংশই ২৭ শে রাতকে শবে কদরের রাত হিসেবে ধরে নেই। তবে এটা বলা যায় শবে কদর পবিত্র রমজান মাসের নির্দিষট একটি রাত।আমাদের ওলামাগণ অনেক বছর লক্ষ্য করার পর সম্ভবত রমজানের ২৭ শে রাতকে শবে কদর হিসেবে ধরে নিয়েছেন। নবীজী (সাঃ)তাঁর জীবদ্দশায় অনেক রমজান মাস পেয়েছেন-তাঁর জ্ঞান কি আমাদের আলেমদের চেয়ে কম ছিল(নাউজুবিল্লাহ)? তিনি তো এই কয়ক বছরে রাতটি নির্দিষট করে দিতে পারতেন।বস্তুত নবীজী (সাঃ)এর কয়েক বছর ও লাগার কথা নয়- আল্লাহ ইচ্ছে করলে এক বছরেই তা স্মরন করায়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ পাক তা করেননি। আল্লাহ পাক চেয়েছেন আমরা বেশী বেশী করে তাঁর ইবাদত করি। এতেই মানুষের মঙ্গল নিহিত। কাজেই নবীজী (সাঃ) যা করেননি আমাদের ওলামাগণ তা করার জন্য ফতওয়া দিতে পারেন না।-এটা বেদাত।
আমার সল্পজ্ঞানে চিন্তা করার আল্লাহ পাক যা তওফিক দিয়েছেন তাই বললাম। আপনাদের মতামত জানাবেন।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১,৩৬২ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

৪ টি মন্তব্য

  1. একটু টাইপিং ভুল হয়েছেঃ ( আল্লাহ পাক ভূল দিয়েছেন) ্ (আল্লাহ পাক তাঁকে ভূলে দিয়েছেন) হবে

  2. উত্তর: না,
    আলিমরা ২৭ তারিখকে লাইলাতুল কদর হিসেবে নির্দিষ্ট করেন না।

    মুজিব৭

    @সাদাত,’আলিমরা ২৭ তারিখকে লাইলাতুল কদর হিসেবে নির্দিষ্ট করেন না।’ -আপনার এই কথা যদি সঠিক হয় তাহলে সাধারণ মানুষকে প্রায় দেখা যায় ২৭ তারিখ রাতে মসজিদ সমূহে ভীড় করতে দেখা যায়- এটা কি সত্য? যদি তাই হয়, তাহলে এ ধারনা মানুষ কোথায় পেল। সরকারই বা ঐ তারিখে অফিস ছুটি দেয় কিভাবে? এ ভূল ভাংগানোর দায়িত্ত্ব কি আপনার সেই আলেমগণের উপর পড়ে না? এ বিষয়ে বায়তুল মোকার্রমের খতিব সাহেব এর বক্তব্য থাকা উচিত।

    সাদাত

    @মুজিব৭,
    আমি তো আমার পরিচিত আলিমদের এ ভুল ভাঙাবার চেষ্টাতে রত দেখতে পাই। তবে এখন ব্লগিং করার সময় না। আজ রাতও হতে পারে লাইলাতুল কদর।