Assalamua’laikum!
লিখেছেন: ' mukallidussunnah' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০১২ (২:১১ অপরাহ্ণ)
সমস্ত প্রসংসা সেই আল্লাহর জন্য যিনি মানবজাতীকে তার সৃস্টিকূলের খালিফা নির্বাচন করেছেন এবং ফেরেস্তাআদের থেকেও মানবজাতীকে সম্মানীত করেছেন । অতঃপর বলেছেন :- ইন্নি জাইলুং ফিল আরদি খলিফা ……… ইলা আখির। [সূরা: বাকারা:-৩০]
বা’দাত তাহিয়্যাহ!
আমি পিস ইন ইসলামের একজন নতুন সদস্য এবং আপনাদের একজন ছোট ভাই।’সন্ত্রাস বনাম জিহাদ’ ও ‘যুবক মোহাম্মদ ও আজকের যুব সমাজ’ শিরনামদ্বয়ের উপর লেখার জন্য এবং উক্ত বিষয়ে তথ্য দেওয়ার জন্য পিস ইন ইসলামের সকল সত্যন্বেষী সদস্যবৃন্দকে এই অধমের পক্ষ হোতে বিনীত অনুরোধ রইল।
২৬ বার পঠিত