আলেমগণই দুনিয়ার প্রকৃত বাদশা
লিখেছেন: ' mukallidussunnah' @ শনিবার, জানুয়ারি ২৮, ২০১২ (১০:৫৬ পূর্বাহ্ণ)
হযরত শুয়াইব রহ. বর্ণনা করেন, একদা বাদশা হারুনুর রশিদ ‘রাক্কাহ’ শহরে আগমন করলেন। কিন্তু লোকজনের এতে তেমন কোন আকর্ষণ নেই। তারা দলে দলে ছুটে চলছে হযরত আব্দুল্লাহ ইবনুল মোবারক রহ.-এর পিছে। লোকে লোকারণ্য। রাস্তায় ধুলি উড়ছে। হৈ চৈ নেই, শুধু চলার আওয়াজ।
হারুনুর রশীদের স্ত্রী সু উচ্চ অট্টালিকা হতে অবাক দৃষ্টিতে এদৃশ্য তাকিয়ে দেখছেন। মনের কৌতুহল চেপে রাখতে পারলেন না। লোকদেরকে জিজ্ঞাসা করলেন, উনি কে? তারা উত্তর দিলো, আব্দুল্লাহ ইবনুল মোবারক, বাড়ী খোরাসান শহরে।
তখন তাঁর স্ত্রী বললেন, খোদার কসম! উনিই শহরের বাদশা, ঐ হারুনুর রশিদ নয়। তার পেছনে তো মানুষ ছুটে পুলিশ আর ডান্ডার ভয়ে। সূত্র : তারীখে বাগদাদ : ৮/২০৭
১০৭ বার পঠিত
তখন তাঁর স্ত্রী বললেন, খোদার কসম! উনিই শহরের বাদশা, ঐ হারুনুর রশিদ নয়।