লগইন রেজিস্ট্রেশন

ইসলামী শরীয়াতে বিবাহ বৈধ এমন মহিলার সাথে মোছাফাহা করা

লিখেছেন: ' mukul' @ শুক্রবার, মে ২১, ২০১০ (১১:২৭ পূর্বাহ্ণ)

‘আসসালামু’আলাইকুম’
বর্তমান সমাজে নারী-পুরুষের অবাধ মেলামেশা সামাজিক দৃষ্টিভঙ্গিতে
কোন ব্যপারই না। ফলে অনেক নারী-পুরুষই বর্তমানে নিজেদেরকে আধুনিক হিসাবে প্রকাশ করার জন্য ইসলামী শরীয়াতের সীমালঙ্ঘন করে
একে অপরের হাত ধরে মুছাফাহা করছে । প্রচলিত ভাষায় এটা হলো হ্যান্ডশেক বা করমর্দন।

আল্লাহর নিষেধকে অমান্য করে বিকৃত রুচি ও নগ্ন সভ্যতার অন্ধ অনুকরণ করতে যেয়ে তারা একাজ করেই চলেছে, আর নিজেদেরকে প্রগতিবাদী দাবী করছে। যতই শরীয়াতের দৃষ্টিতে তাদের বুঝান না কেন , আর দলীল প্রমান যতই দেখান না কেন – তারা তা কখোনোই মানবে না।
উল্টো তারা বক্তাকে প্রতিক্রিয়াশীল , সন্দেহবাদী,আত্মীয়তা ছিন্নকারী ইত্যাদি বিশেষণে আখ্যায়িত করবে। আর চাচতো বোন, মামাতো বোন,
খালাতো বোন, ভাবী, চাচী, মামী.. ইত্যাদি আত্মীয়দের সাথে মুছাফাহা করা তো তাদের নিকট পানি পান করার চেয়েও সহজ কাজ। অথচ শরীয়াতের দৃষ্টিতে কাজটা কতটা ভয়াবহ তা যদি তারা একবার গভীরভাবে
চিন্তা করত বা দূরদৃষ্টি দিয়ে দেখত তা’হলে কখোনোই তারা একাজ করতে পারত না ।

এ প্রসঙ্গে আল্লাহর রসুল (সঃ) বলেছেন, ” নিশ্চয়ই তোমাদের জন্য কারো মাথায় লোহার পেরেক ঠুকে দেওয়া ঐ মহিলাকে স্পর্শ করা থেকে অনেক
ভালো, যে তার জন্য হালাল নয়।” ত্বাবারানী ২০/২১২ ।……….

নিঃসন্দেহে এটা হলো হাতের যিনা। যেমন রসুল (সঃ) বলেছেন, “দুই
চোখ যিনা করে, দুই হাত যিনা করে, দুই পা যিনা করে আর লজ্জাস্থানও যিনা করে।” আহমদ ১/৪১২ ।
রসুল (সঃ) এর থেকে পবিত্র মনের মানুষ আর দুনিয়ায় কেউ নেই,অথচ তিনি বলেছেন, “আমি মেয়েদের সাথে মুছাফাহা করিনা।” আহমাদ৬/৩৫৮
রসুল (সঃ) আরও বলেছেন, “আমি মেয়েদের হাত স্পর্শ করিনা।”
সহীহুল জামে হাদীস নং ৭০৫৪ । এ প্রসংগে মা আয়েশা (রাঃ) বলেছেন,
“আল্লাহর শপথ, রসুল (সঃ) এর হাত কখনোই কোন বেগানা নারীর হাত
স্পর্শ করেনি। তিনি কথার মাধ্যমে তাদেরকে বায়’আত করাতেন।”
মুসলিম ৩/১৪৭৯ ।

অতএব আমরা যারা মুসলিম ,আসুন আমরা সতর্ক হই এব্যপারে।
নগ্ন আধুনিকতার স্রোতে আমরা যেন আমাদের ইসলামকে ভাসিয়ে না দেই। দ্বীনের ব্যপারে কোন জবরদস্তী নেই। আল্লাহর রসুলকে দুনিয়াতে
দারোগা হিসাবে প্রেরন করা হয়নি। তিনি ছিলেন সত্য ধর্মের প্রচারক।
আসুন তাঁর সে সত্যকে আমরাও তাঁর মত করে প্রচার করার চেষ্টা করি।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৩৪১ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

৫ টি মন্তব্য

  1. আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমীন

  2. যুগোপযুগী পোস্ট দিয়েছেন । বর্তমানে বেহেয়াপনার শেষ নেই । এধরনের পোস্ট আরো বেশী দরকার ।

    আমাদের এই ব্লগে স্বাগতম ।

  3. অতএব আমরা যারা মুসলিম ,আসুন আমরা সতর্ক হই এব্যপারে।
    নগ্ন আধুনিকতার স্রোতে আমরা যেন আমাদের ইসলামকে ভাসিয়ে না দেই। দ্বীনের ব্যপারে কোন জবরদস্তী নেই। আল্লাহর রসুলকে দুনিয়াতে
    দারোগা হিসাবে প্রেরন করা হয়নি। তিনি ছিলেন সত্য ধর্মের প্রচারক।
    আসুন তাঁর সে সত্যকে আমরাও তাঁর মত করে প্রচার করার চেষ্টা করি।

    আমিন।

  4. হজ্জের সময়ও এই ঘটনা ঘটে, বিশেষ করে বিশেষ কিছু দেশের মহিলাদের মাঝে এই রেওয়াজ আছে। আমি জানি কোন মাযহাযে এর অনুমতি আছে কিনা (??!!)

    সাদাত

    @সাদাত,
    সংশোধনী:
    আমি জানি না কোন মাযহাযে এর অনুমতি আছে কিনা (??!!)