পুরুষদের স্বর্ণালংকার ব্যবহার করা
লিখেছেন: ' mukul' @ মঙ্গলবার, মে ২৫, ২০১০ (৯:৩৯ পূর্বাহ্ণ)
“আসসালামু’আলাইকুম ‘
আমাদের দেশে পুরুষদের জন্য স্বর্ণালংকার পরিধান করা নিতান্তই একটা মামুলী ব্যপার ।
বিশেষ করে বিয়ের সময় মেয়ের বাড়ী থেকে নুতন জামাইকে যদি সোনার চেনই না দেয়া হয় , তাহলে তো বিয়ের অনুষ্ঠানেরই অপূর্ণতা থেকে গেল ধরে নেয়া হয় । আসলেই কী ইসলামে স্বর্ণ ব্যবহার এতটাই সহজ ?
হযরত আবু মুসা আশ’আরী (রাঃ) রসুল (সঃ) থেকে বর্ণনা করেছেন,”আমার উম্মাতের মধ্য হতে নারীদের জন্য রেশমী পোশাক এবং স্বর্ণ হালাল করা হয়েছে আর ঐ দুটি জিনিস পুরুষদের জন্য হারাম করা হয়েছে ।” আহমাদ ৪/৩৯৩, সহীহুল জামে হা. নং ২০৭ ।
আর আজকাল তো বাজারে পুরুষদের জন্য স্বর্ণের তৈরী বিভিন্ন ডিজাইনের ঘড়ি, চশমা , কলম, চেইন, বোতাম , মেডেল ইত্যাদি পাওয়া যায় ।এগুলোর মধ্য হতে অনেকই সম্পূর্ণ স্বর্ণের তৈরী আর অনেকই স্বর্ণের প্রলেপযুক্ত ।
ইবনু আব্বআস (রাঃ) খেকে বর্ণিত , রসুল (সঃ) একবার এক ব্যক্তির হাতে সোনার আংটি দেখতে পেয়ে তা খুলে নিয়েছেলন এবং তা ছুড়ে ফেলে দিয়েছিলেন । অতঃপর তিনি বলেছিলেন, ” তোমাদের কেউ কী ইচ্ছে করে যে , সে আগুনের অঙ্গার তুলে নিয়ে নিজের হাতে রাখতে পারে? রসুল (সঃ) সেখান থেকে উঠে চলে যাওয়ার পরে কোন এক ব্যক্তি ঐ লোকটিকে বলল, তোমার আংটিটি তুমি তুলে নাও , আর তা অন্য কাজে লাগাইও । তখন লোকটি একথা শুনে বলল, আল্লাহর কসম, রসুল (সঃ) যে জিনিস ছুড়ে ফেলে দিয়েছেন- আমি সেই জিনিস কখনোই আর গ্রহন করবো না ।” মুসলিম ৩/১৬৫৫ ।
আসুন আমারা পরকালকে সত্যিকারভাবে ভয় করতে শিখি এবং ইসলাম যেসকল জিনিস হারাম করেছে সে গুলোকে আমরা সত্যিকারভাবে বর্জন করি ।