নারী####
লিখেছেন: ' মুসাফির' @ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০১২ (১১:৫৩ পূর্বাহ্ণ)
পাশ্চাত্যের অনুকরনে কেন তুমি
নগ্ন হতে চাও
তাই বলে কি ঘর ছেড়ে আজ
হাট বাজারে যাও?
সমঅধিকারের নামে তুমি
মিছিল মিটিং কর
লাঞ্ছনা আর অপমানে
জীবনটাকে গড়।
যারা তোমাকে অভয় দিয়ে
উগ্র করতে চায়
তারাই আবার বাকাঁ নয়নে
তোমার কাছে যায়।
অধিকারের নামে শিখাচ্ছে তোমায়
অনধিকারের বুলি
সেই বুলিকে আপন করে
নিচ্ছ মাথায় তুলি।
ওদের কথা শুননা তুমি
হয়ে যাও মুমিন
ওরা তোমাকে বানাতে চায়
তাসলিমা নাসরিন।
৫০ বার পঠিত
ওদের কথা শুননা তুমি
হয়ে যাও মুমিন
ওরা তোমাকে বানাতে চায়
তাসলিমা নাসরিন।