লগইন রেজিস্ট্রেশন

হেফাজতের বিবৃতি ভিডিওচিত্র আধুনিক প্রযুক্তির কারসাজি

লিখেছেন: ' মুসাফির' @ রবিবার, জুলাই ১৪, ২০১৩ (১০:৪৮ পূর্বাহ্ণ)

আধুনিক প্রযুক্তির কারসাজিতে হেফাজতে ইসলামে আমীর আল্লামা আহমদ শফী’র বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ করেছেন সংগঠনের নেতারা। এক বিবৃতিতে তারা বলেন- আল্লামা শাহ আহমদ শফীর ওয়াজ এবং বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোন অবকাশ নেই। তার বক্তব্যকে খণ্ডিতভাবে ধারণ করে ভিডিও তৈরি করে কিংবা আধুনিক প্রযুক্তির আশ্রয় নিয়ে কারসাজি করে বিকৃতভাবে উপস্থাপন করে মহলবিশেষ বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত হতে পারে। তারা বলেন, ইসলামবিদ্বেষী গোষ্ঠী হেফাজতের ১৩ দফা দাবির ব্যাপারে নানা অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে এবার হেফাজত আমীরের চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। বিশেষ করে গত ৫ই মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের ওপর গণহত্যার দীর্ঘমেয়াদি প্রভাবে যখন নাস্তিক ও তাদের পৃষ্ঠপোষকরা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হতে শুরু করেছে, তখনই জনমতকে ভিন্নখাতে প্রবাহিত করতে এ অপকৌশলের আশ্রয় নিয়েছে। হেফাজতে ইসলামের আমীর হিসেবে আল্লামা শফী যেখানেই বক্তব্য দিয়েছেন, তিনি সংগঠনের ১৩ দফা দাবির ব্যাপারে বলেছেন। তিনি নাস্তিক ব্লগারসহ ইসলাম ও রাসুলের দুশমনদের শাস্তির দাবিতে কথা বলেছেন। তিনি সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের নীতি স্থাপন করার ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
নারীকে তেঁতুলের সঙ্গে তুলনা করে প্রচারিত আল্লামা শফীর একটি ভিডিও ফুটেজ নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে হেফাজতে ইসলামের নেতারা এসব কথা বলেন।
http://www.mzamin.com/details.php?nid=NjI1Mzk%3D&ty=MA%3D%3D&s=MzY%3D&c=MQ%3D%3D

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১৩৬ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)