বন্ধ হোক নোংরামী
লিখেছেন: ' মুসাফির' @ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০১৫ (১০:৩২ পূর্বাহ্ণ)
পরপর দুইটি ঘটনায় (প্রকাশ্যে মেয়েকে ইভ টিজিং ও নেটে নগ্ন ভিডিও এর পূর্বেও কয়েকটি এমন ঘটনায়) হবিগঞ্জ এর ছেলে হিসেবে নিজে খুব লজ্জিত, কষ্টও পেলাম তার ছেয়ে বেশী শঙ্খিত ও চিন্তিত হলাম। না জানি সামনে আরও কত কিছু দেখতে হয়!
আমি সর্বোচ্চ শাস্তি কামনা করছি ঐ সমস্ত বদমাশ ছেলেদের। তাদেরকে কঠিন শাস্তি অন্য বখাটেদের জন্য স্মরণীয় হয়ে থাক। তবে এগুলি বন্ধের জন্য শুধু শাস্তিই যতেষ্ট নয়।
এর জন্য মূলত দায়ী ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, অবৈধ প্রেম, ছেলেমেয়ের বিপরীত লিঙ্গের সাথে ফ্রেন্ডশীপ (তবে সর্ব ক্ষেত্রে নয়), (যেই গুলি প্রত্যেকটিই ধর্মে নিষিদ্ধ) অভিভাবকদের অসচেতনতা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যতদিন পর্যন্ত এই গুলির ব্যাপারে সচেতন না হবে, এই গুলি বন্ধ না হবে ততদিন পর্যন্ত ধর্ষন বন্ধ হবে না। কারণ আমরা দু একটি ঢাল কেটে বাড়ন্ত গাছকে থামিয়ে রাখতে পারব না। প্রয়োজন শেকড় শুদ্ধ উপড়ে ফেলা তবেই সম্ভব।
বোনদের বলব যে জিনিসটি পেতে একটি ছেলে তোমাকে অন্ন বস্ত্র বাসস্থান নিশ্চিত করতে হবে, নিতে হবে অনেক সামাজিক দায়বদ্ধতা তা তুমি দু একটি ইমোশনাল কথায়, ছেলেদের মায়াবী প্রতারনায় দিয়ে দিওনা। কারণ বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্বার্থ উদ্ধারের পর ছেলেরা উধাও