আসুন!!! আমাদের ছেলে-মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দেই/ নৈতিকতা শিক্ষা দেই। তাতে লাভ কি???
লিখেছেন: ' মুসাফির' @ শনিবার, জানুয়ারি ২৩, ২০১৬ (১:১২ অপরাহ্ণ)
আসুন!!! আমাদের ছেলে-মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দেই/ নৈতিকতা শিক্ষা দেই। তাতে লাভ কি???
১ -দাড়িয়ে পেশাব করবে না.
২-আপনার গায়ে হাত তুলবেনা.
৩- নিজে নিজে প্রেম করে বিয়ে করবেনা এবং আলাদা থাকবেনা.
৪- আপনাকে বৃদ্দ আশ্রমে দিয়ে আসবেনা.
৫- নেশা করে আপনাকে হত্তা করবেনা.
৬- নাস্তিক হবে না.
৭- ইভটিজিং কারি হবে না.
৮- খুনী/ ধর্ষন কারি হবে না.
৯-আপনার টাকা খরচ করে পতিতা নিয়া হোটেলে রাত কাটাবেনা.
১০-আপনাকে থানা/ আদালতের ধারে ধারে ঘুরতে হবেনা.
১১-আপনি থাকবেন আপনার ৫ তলা বাড়ীতে আর আপনার ছেলে থাকবে অবৈধ টাকার তৈরী ২০ তলা বাড়ীতে, আপনার কোন খোঁজ খবর নিবেনা এরকম হবে না.
১২- ছেলে/মেয়েরা অন্য কিছু করতে পারুক আর না পারুক আপনার জন্য দু-হাত তুলে আল্লাহ পাকের কাছে আপনার জন্য দোয়া করবে.
১৩- আপনার সেবা করাকে তার কর্তব্য মনে করবে।
১৪-আপনার কবর জেয়ারত করবে.
১৫-আপনার ছেলে/মেয়ে যে আমল করবে , সে যে সওয়াবের অধিকারী হবে, আপনিও সে সওয়াবের অধিকারী হবেন,
১৬-আপনি আপনার ছেলে/মেয়ের উছিলায় জান্নাত লাভ করতে পারেন. সে তৌফিক আমাদের যেন হয়, (সংগৃহিত কিঞ্চিৎ পরিবর্তন)
আপনাদের দৃষ্টিতে নীতিবান/ ধার্মিকদের আরো কিছু গুন নিশ্চয় আছে সেটা কমেন্টস এ উল্লেখ করতে পারেন।
সহমত। সন্তানদেরকে নবীর প্রতি ভালোবাসা শিক্ষা দিতে হবে।
@হাফিজ, ধন্যবাদ আপনাকে। আপনার কথার প্রতিও সহমত ব্যক্ত করলাম।