লগইন রেজিস্ট্রেশন

নাস্তিক নামক বে আক্কেল

লিখেছেন: ' মুসাফির' @ বুধবার, মার্চ ২, ২০১৬ (১২:৩৪ অপরাহ্ণ)

নাস্তিক নামক বে আক্কেলদের লাফালাফি দেখলে তাদের প্রতি করুণা হয়। তাদের লেখায় বা কমেন্টসে সব সময় ইসলামকে কটুক্তি করাই যেন মুল উদ্দেশ্য থাকে। তারা সারাক্ষণ অন্যের ধর্মের বিরুদ্ধে কুৎসা রটায়। মুখস্ত কিছু বাজে কথা গুরুদের কাছ থেকে শিখে নিজেদের কে বিজ্ঞানমনস্ক বলে পরিচয় দেয়। অথচ

*পৃথিবীর জ্ঞানী, গুণী, বিজ্ঞানী, রাষ্ট্রপ্রধান, ডক্টর, ইন্জিনিয়ার প্রায় সবাই কোনো না কোনো ধর্মে বিশ্বাসী। কিন্ত ঐ বলদরা নিজেদেরকে বিজ্ঞানী কল্পনা করে সারাক্ষণ অন্য ধর্মের কুৎসা রটায়?

*ওরা সারাক্ষণ বুদ্ধিপ্রতিবন্ধিদের মতো অন্যের ধর্মের ব্যারে কুৎসা রটাবে।
*বিশেষ করে ইসলাম ধর্মের
*কোনো মুসলমান বা হিন্দু খারাপ কাজ করলে ওরা তা ধর্মের ওপর চাপাইয়া দিয়ে, মুসলিমদের নবিগণ ও হিন্দুদের কৃষ্ণ পর্যন্ত পৌছাবে।
*ওরা নিজেদের কুকর্ম নিয়ে কখনো আলোচনা করবে না।
*তাদের যদি প্রশ্ন করা হয় তোমার বিশ্বাসের মানদন্ড কি? ওরা উত্তর দিবে না। শুধু অন্যের ধর্ম নিয়েই পরে থাকবে।
*ওদের কোনো পরিচয় নেই। কুকুরের যেমন ধর্ম নেই ওদের ও ধর্ম নেই সুতরাং ওরা কুকুরের জাত (ওরা কোনো বাণী বিশ্বাস করেনা শুধু যুক্তি খুজে)
*ওরা মুসলিমদের একাদিক বিয়ে নিয়ে আলোচনা করবে। (যদিও মুসলিমরা একাধিক বিয়ের ক্ষেত্রে অনেক নিয়মরীতি রয়েছে) কিন্ত ওদের যেহেতু কোনো ধর্মীয় সীমাবদ্ধ নেই ওরা ইচ্ছে মতো যত খুশি তত নারীদের সাথে বিছানায় যেতে পারে।
*একটি মেয়ের সম্মানী জিনিস পেতে হলে ধর্ম মেয়েকে ভরনপোষন সহ অনেক দায়িত্ব দিয়েছে, কিন্ত নাস্তিকরা যেহেতু ধর্মের বাধা মানে না তাই তারা সব কিছুই ফ্রি ভোগ করার ধান্দা করে।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৪০৩ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)