হুজুগে বাঙ্গালী
লিখেছেন: ' মুসাফির' @ মঙ্গলবার, মে ১৭, ২০১৬ (৬:১৫ অপরাহ্ণ)
হুজুগে বাঙ্গালী সবাই কান ধরে ফেবু ছবি দিচ্ছে। প্রথমে বুঝি নাই পরে বুঝলাম শ্যামল কান্তি সাহেবকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারনে একজন সাংসদ কান ধরিয়েছেন। এরই প্রতিবাদে উনাদের কান ধরা।
*শিক্ষকদের উপর এই নির্যাতনের ঘটনা কি প্রথম?
*তাহলে উনারা অন্যান্য শিক্ষকদের উপর যখন আক্রমন হয়েছিল তখন তাদের কি ভূমিকা ছিল? কেননা দলবদ্ধ শিক্ষকদের উপরও নির্যাতন হয়েছে।
*যারা কান ধরে ছবি দিচ্ছেন তারা কি নিশ্চিৎ তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন নি? নাকি তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত কে কিছু মনে করেন না?
*তিনি যদি উপরোক্ত দোষে দোষি হন, তাহলে এ টুকু শাস্তি দিয়ে তাকে কি বাচিয়ে দেয়া হলনা?
পরিষেশে বলছি পরিবার, ধর্ম এগুলি ইমোশনাল বিষয়, এগুলির প্রতি আঘাতকারীদের সামাজিকভাবে বয়কট করা হোক। আর সঠিক তদন্তে যদি শিক্ষক নির্দোষ হন তাহলে তার উপর অন্যায়ের বিচার হোক